শারজা, 31 অক্টোবর : আর মাত্র এক ম্যাচে জয় চাই ৷ তাহলেই প্লে অফের পৌঁছানো যাবে ৷ শনিবার শারজা ক্রিকেট গ্রাউন্ডে নামার আগে এটাই ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্লে অফের সমীকরণ ৷ অন্যদিকে দুটি ম্যাচের দুটিতেই জয় তুলে নিতে হবে সানরাইজ়ার্স হায়দরাবাদকে ৷ তারপরও অপেক্ষা করতে হবে অন্যদের ফলাফলের উপর ৷ এহেন হাইভোল্টেজ ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন হায়দরাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার ৷
ওয়ার্নার যে প্রথমে বোলিং নিয়ে ভুল করেননি, তা বোঝা যায় সন্দীপ শর্মা, জেসন হোল্ডার, টি নটরাজনদের বোলিংয়ে ৷ শুধু নিয়ন্ত্রিত বোলিংই করলেন না, নিয়মিত ব্যবধানে উইকেট তুলে নিয়ে চাপে রাখলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ব্যাটসম্যানদের ৷ আর নির্ধারিত 20 ওভার শেষে ব্যাঙ্গালোর 7 উইকেটে 120 রান বোর্ডে তুলল ৷