আবু ধাবি, 8 নভেম্বর : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2020-তে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে 600 রান পূর্ণ করলেন দিল্লি ক্যাপিটালস ওপেনার শিখর ধাওয়ান ৷ 600 রানের ক্লাবে তিনি লোকেশ রাহুলের সঙ্গে যোগ দিলেন ৷ বর্তমানে কমলা টুপি রাহুলের মাথাতেই ৷ তাঁর IPL 2020-র অভিযান শেষ হয়ে গেছে ৷ তবে টুর্নামেন্টে এখনও পর্যন্ত তাঁর সর্বোচ্চ রান 670 ৷
শিখর ধাওয়ান মাত্র 50 বলে করেন 78 রান ৷ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2020-তে তৃতীয় শতরান করা হল না গব্বরের ৷ তবে যদি দিল্লি আজ জিততে পারে তাহলে আরও একটি সুযোগ পাবেন শিখর ধাওয়ান ৷ ফাইনালে শতরান করলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে একই মরশুমে তিনটি শতরান করবেন ৷ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়ক বিরাট কোহলির এক মরশুমে 4টি শতরান করেছেন ৷