দুবাই, 25 অক্টোবর : 11 ম্যাচের 8টিতে হার ৷ অঙ্কের বিচারে সুযোগ থাকলেও সমস্ত ক্রিকেট বোদ্ধা এমনকী চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও বুঝে গেছেন চলতি টুর্নামেন্ট এখানেই শেষ ৷ তাই টুর্নামেন্টের শেষ দিকে কিছু করার চেষ্টা থাকবে CSK-র ৷ এমন পরিস্থিতিতে রবিবার দুরন্ত ফর্মে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হবে ধোনির চেন্নাই ৷
তিনবারের IPL চ্যাম্পিয়ন চলতি টুর্নামেন্টের সব বিভাগেই ব্যর্থ ৷ এমনকী তরুণ ক্রিকেটারদের প্রতি তাঁর আস্থা হারানোয় সমালোচিতও হন ধোনি ৷ তার পরেই রুতুরাজ গায়কোয়াড় ও এন জগাদীশানকে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম একাদশে সুয়োগ দেয় চেন্নাই ৷ কিন্তু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2020-তে দাগ কাটতে ব্যর্থ চেন্নাইয়ের তরুণ ক্রিকেটারার ৷ ট্রেন্ট বোল্ট ও জসপ্রীত বুমরার দুরন্ত বোলিংয়ের সামনে পাওয়ার প্লেতে 5 উইকেট হারায় CSK ৷
এমনকী ব্যর্থ চেন্নাই বোলাররাও ৷ শেষ ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে একটিও উইকেট তুলে নিতে পারেননি তাঁরা ৷ 10 উইকেটে হার মানে CSK ৷ তবে তার মধ্যেও স্যাম কুরানের অর্ধশতরান কিছুটা আশার আলো দেখায় চেন্নাইয়ের ৷ 11 ম্যাচে 173 রান ও 10টি উইকেট তুলে নিয়েছেন স্যাম কুরান ৷ এলোমেলো চেন্নাই দলে একমাত্র আলো ছড়াচ্ছেন তিনি ৷ তবে শেষ তিনটি ম্যাচে হয়ত তরুণ ক্রিকেটারদের প্রতিই ভরসা রাখবে চেন্নাই সুপার কিংস ৷