আবু ধাবি , 28 অক্টোবর : আবু ধাবির শেখ জ়ায়েদ স্টেডিয়ামে IPL-এর 48 তম ম্যাচে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ানস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর । শেষ চারে জায়গা পাকা করতে মুখিয়ে রয়েছে দুই দলই । 12 ম্যাচে 7 টি করে জয় নিয়ে দুই দলেরই সংগ্রহ 14 পয়েন্ট । ফলে বুধবারের ম্যাচে যে জিতবে সে এগিয়ে য়াবে শেষ চারের দিকে । এদিকে টানা তৃতীয় ম্যাচ দলের বাইরে রোহিত শর্মা । মুম্বই শিবির সূত্রে খবর, 3 নভেম্বর সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে দলে ফিরতে পারেন হিটম্যান ।
রোহিতের অনুপস্থিতিতে মুম্বই শিবির ভরসা রাখছে সৌরভ তিওয়ারি ও ঈশান কিষাণের উপর । দুজনেই ছন্দে রয়েছেন । এদিকে মুম্বইয়ের দক্ষিণ আফ্রিকান ওপেনার কুইন্টন ডি কক-ও চলতি IPL-এ রানের মধ্যে রয়েছেন । টপ অর্ডারে সূর্য কুমার যাদবের চওড়া ব্যাট হাসি ফুটিয়েছে মুম্বই শিবিরের মুখে ।
মুম্বইয়ের মিডল অর্ডারে হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়ার সঙ্গে পার্ট টাইম ক্যাপ্টেন কাইরন পোলার্ডের অল রাউন্ড পারফরম্যান্স ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের এবাও ট্রফির দিকে এগিয়ে দিচ্ছে ।