পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ময়ঙ্কের সেঞ্চুরি, রাহুলের অর্ধশতরান; রানের পাহাড় পঞ্জাবের - শারজা ক্রিকেট স্টেডিয়াম

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে একাধিক রেকর্ডের সাক্ষী থাকল শারজা ক্রিকেট স্টেডিয়াম ৷ 13 তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এখনও পর্যন্ত সবথেকে সফল ওপেনিং জুটি রাহুল ও ময়ঙ্ক ৷

ময়ঙ্ক ও রাহুল
ময়ঙ্ক ও রাহুল

By

Published : Sep 27, 2020, 10:07 PM IST

শারজা, 27 সেপ্টেম্বর : 1998 সালে শারজা ক্রিকেট স্টেডিয়ামে এক ভারতীয় ঝড় তুলেছিলেন ৷ কোকো-কোলা কাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সচিন তেন্ডুলকরের 134 ভারতের হাতে খেতাব তুলে দিয়েছিল ৷ এবার আসা যাক বর্তমানে ৷ শারজার সেই একই মঞ্চে ঝড় তুললেন দুই ভারতীয় ময়ঙ্ক আগরওয়াল ও লোকেশ রাহুল ৷ কাকতালীয়ভাবে আজও প্রতিপক্ষ অধিনায়ক এক অজ়ি ৷ কিংস ইলেভেন পঞ্জাবের দুই ভারতীয় ওপেনার গড়লেন 183 রানের পার্টনারশিপ ৷ মাত্র দুই রানের জন্য ভাঙতে পারলেন না ওপেনার হিসেবে গড়া ডেভিড ওয়ার্নার ও জনি বেয়ারস্ট্রোর 185 রানের পার্টনারশিপের রেকর্ড ৷

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে একাধিক রেকর্ডের সাক্ষী থাকল শারজা ক্রিকেট স্টেডিয়াম ৷ 13 তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এখনও পর্যন্ত সবথেকে সফল ওপেনিং জুটি রাহুল ও ময়ঙ্ক ৷ পাওয়ার প্লেতে চলতি IPL-র সর্বাধিক 60 রান করলেন দুই পঞ্জাব ওপেনার ৷ এর আগে মুম্বইয়ের দখলে ছিল সেই রেকর্ড ৷ এছাড়া এবারের IPL-র সর্বাধিক রানের পার্টনারশিপও গড়লেন রাহুল ও ময়ঙ্ক ৷

টস হারার পর প্রথমে ব্যাট করতে আসতে হয় পঞ্জাবকে ৷ প্রথম দুই ওভার ধীর গতিতে শুরু করেন দু’জনে ৷ তবে তারপরই 5 নম্বর গিয়ারে চলল পঞ্জাবের ইনিংস ৷ আগের ইনিংসের যেখানে শেষ করেছিলেন রাহুল, আজ যেন সেখান থেকেই শুরু করলেন ৷ ব্যাঙ্গালোর ম্যাচে একার হাতেই ডেইল স্টেইনদের দাপট শেষ করে দিয়েছিলেন রাহুল ৷ একদিনের ক্রিকেটে ভারতীয় দলে বিরাটের অন্যতম ভরসা তিনি ৷ দলের প্রয়োজনে যেকোনও পজ়িশনে খেলতে হয়েছে রাহুলকে ৷ প্রয়োজনে হাতে তুলে নিয়েছিলেন কিপিং গ্লাভস ৷ যেকোনও পজ়িশনে ব্যাট করতে নেমে রানের ফুলঝুরি ফোটাচ্ছিলেন ৷ কিন্তু আজকের ম্যাচ যেন আগের ম্যাচের অ্যাকশন রিপ্লে ৷ যদি ধারাবাহিকতার কথা ধরা হয় তাহলে দুই ম্যাচ মিলিয়ে 201 রান পর থামলেন রাহুল ৷ আজ 54 বলে 69 রান করে আউট হলেন ।

ধারাবাহিক রাহুল

অন্যদিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিজের প্রথম শতরান করলেন ময়ঙ্ক আগরওয়াল ৷ একই সঙ্গে শারজা ক্রিকেট স্টেডিয়ামে পর পর দুই ম্যাচে শতরান করলেন দুই পঞ্জাব ওপেনার ৷ ময়ঙ্ক 106 রানের ইনিংসে মারলেন 7টি ছক্কা ৷ বুঝিয়ে দিলেন জাতীয় দলে শুধুমাত্র টেস্টে নয়, ওয়ানডে ও টি-20 ক্রিকেটেও তাঁকে নিয়ে ভাবার সময় হয়ে গেছে ৷ প্রথম ম্যাচেই 89 রান করেছিলেন ৷ কিন্তু সুপার ওভারে হারতে হয় সেই ম্যাচ ৷ আজ যেন সুদে আসলে মিটিয়ে নিলেন সেই হিসাব ৷ রাজস্থান রয়্যালসের বোলারদের স্কুলস্তরে নামিয়ে নিয়ে এলেন ৷ জোফ্রে আর্চার, জয়দেব উনাদকাটরা ওভার প্রতি 10-র উপরে রান দিলেন ৷ দুই ব্যাটসম্যানের ব্যাটিং বিক্রমে ভর করে চলতি IPL-এ রেকর্ড 223 রান করল কিংস ইলেভেন পঞ্জাব ৷

22 বছর আগে এই শারজার মরুভূমিতে রানের ঝড় তুলেছিলেন সচিন ৷ আজ ফের ঝড় উঠল, এবারও নেপথ্যে দুই ভারতীয় ৷

ABOUT THE AUTHOR

...view details