দিল্লি, 28 সেপ্টেম্বর : শারজা ক্রিকেট স্টেডিয়ামে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে রাজস্থানের জয়ের নায়ক সঞ্জু স্যামসন ৷ মাত্র 42 বল খেলে 85 রানের ইনিংস খেলেছেন রাজস্থান রয়্যালসের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান ৷ যার মধ্যে আছে 4টি চার ও 7টি বিশাল ছক্কা ৷ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে এটি সর্বোচ্চ রান তাড়া করে জয় ৷
ম্যচের শেষে কংগ্রসে সাংসদ শশী থারুর টুইটারে রাজস্থান রয়্যালস ও সঞ্জু স্যামসনকে স্যালুট জানান ৷ তিনি তাঁর পুরোনো একটি কথার প্রসঙ্গ তুলে আনেন ৷ লেখেন, "সঞ্জু স্যামসনকে আমি অনেক বছর থেকে চিনি । তার যখন 14 বছর বয়স, তাকে বলেছিলাম, সে পরবর্তী ধোনি হবে। আজ সেই দিন এসেছে । " তাঁর টুইটের জবাব দিয়ে প্রাক্তন ক্রিকেটার ও BJP সাংসদ গৌতম গম্ভীর টুইট করেন ৷ তিনি লেখেন, ‘‘স্যামসনের পরবর্তী কেউ হওয়ার দরকার নেই ৷ ও ভারতীয় ক্রিকেটের দা সঞ্জু স্যামসন হবে।’’
এস শ্রীশান্তও টুইট করেন ৷ তিনি লেখেন, ‘‘ ও পরবর্তী ধোনি নয়। ও একমাত্র সঞ্জু সম্যামসন ৷’’
চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এখনও পর্যন্ত নিজেদের দুটি ম্যাচেই জয় তুলে নিয়েছে রাজস্থান রয়্যালস ৷ আর দুটি জয়েই বড় ভূমিকা পালন করেছেন সঞ্জু ৷