আবু ধাবি , 6 অক্টোবর : রাজস্থান রয়্যালসকে 57 রানে হারাল মুম্বই ইন্ডিয়ানস । আজ প্রথমে ব্যাট করে 20 ওভারে 4 উইকেটে 193 রান তোলে তারা । সৌজন্যে- শেষ 6 ওভারে সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়ার ঝোড়ো 76 রানের পার্টনারশিপ । ব্যাট করতে নেমে 136 রানে শেষ হয়ে যায় রাজস্থানের ইনিংস ।
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন মুম্বই ইন্ডিয়ানস অধিনায়ক রোহিত শর্মা । প্রথম ওভারে 10 দ্বিতীয় ওভারে 4 ও তৃতীয় ওভারে 15 , চতুর্থ ওভারে 12 রান তুলে বড় পার্টনারশিপের ইঙ্গিত দিয়েছিল রোহিত - ডি কক জুটি । পঞ্চম ওভারে কার্তিক ত্যাগীর বলে জস বাটলারের হাতে ধরা দিয়ে ডাগ আউটে ফেরেন ডি কক ।
এর পর সূর্য কুমার যাদবকে সঙ্গী করে দলকে টানেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা । দশম ওভারে মুম্বই শিবিরে জোড়া ধাক্কা দেন শ্রেয়স গোপাল । প্রথম বলে রোহিত শর্মাকে ফেরানোর পর তৃতীয় বলে ইশান কিষানকে ফেরান গোপাল । পর পর দুই উকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় মুম্বই শিবির ।