দুবাই, 24 সেপ্টেম্বর : শুরুটা করেছিলেন লোকেশ রাহুল ৷ শেষ করলেন শামি, বিষ্ণোই, কাটরেলরা ৷ দুবাই স্টেডিয়ামে রাহুল ঝড়ের পর ব্যাঙ্গালোর ইনিংসের উপর আছড়ে পড়ল বোলারদের সুনামি ৷ শুরু করলেন শেলডন কাটরেল ৷ ফের একবার বল হাতে জ্বলে উঠলেন মহম্মদ শামি ৷ দুরন্ত বোলিং দুই স্পিনারেরও ৷ দুজনে তুলে নিলেন 6টি উইকেট ৷ বোলিং ও ব্যাটিংয়ের দুরন্ত যুগলবন্দিতে বিরাটদের 97 রানের বিশাল ব্যবধানে হারাল কিংস ইলেভেন পঞ্জাব ৷
ব্যাট হাতে আজ ফের ব্যর্থ অধিনায়ক বিরাট কোহলি ৷ 5 বল খেলে কোহলির সংগ্রহ মাত্র 1 রান ৷ গত ম্যাচের হিরো দেবদূত পড়িক্কল করলেন মাত্র 1 রান ৷ দলের সর্বোচ্চ রান ওয়াশিংটন সুন্দরের ৷ 27 বলে তিনি করলেন 30 রান ৷ এছাড়া এবি ডিভিলিয়ার্স করলেন 28 রান ও ফিঞ্চের সংগ্রহ 20 রান ৷ তবে 206 রান তাড়া করতে এটা যথেষ্ট ছিল না ৷
আজ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে ব্যাটিং অর্ডারে তিন নম্বরে নামলেন জশ ফিলিপে ৷ তবে লাভের লাভ কিছু হল না ৷ শূন্য রানেই ফিরতে হল পশ্চিম অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্যাটসম্যানকে ৷