পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

রাহুলের সেঞ্চুরি, বোলারদের দুরন্ত বোলিং; RCB-কে 97 রানে হারাল KXIP - রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

ব্যাট হাতে আজ ফের ব্যর্থ অধিনায়ক বিরাট কোহলি ৷ 5 বল খেলে কোহলির সংগ্রহ মাত্র 1 রান ৷ গত ম্যাচের হিরো দেবদূত পাড়িক্কল করলেন মাত্র 1 রান ৷ দলের সর্বোচ্চ রান ওয়াশিংটন সুন্দরের ৷ 27 বলে তিনি করলেন 30 রান ৷

Kings XI Punjab
Kings XI Punjab

By

Published : Sep 24, 2020, 11:35 PM IST

Updated : Sep 25, 2020, 6:00 PM IST

দুবাই, 24 সেপ্টেম্বর : শুরুটা করেছিলেন লোকেশ রাহুল ৷ শেষ করলেন শামি, বিষ্ণোই, কাটরেলরা ৷ দুবাই স্টেডিয়ামে রাহুল ঝড়ের পর ব্যাঙ্গালোর ইনিংসের উপর আছড়ে পড়ল বোলারদের সুনামি ৷ শুরু করলেন শেলডন কাটরেল ৷ ফের একবার বল হাতে জ্বলে উঠলেন মহম্মদ শামি ৷ দুরন্ত বোলিং দুই স্পিনারেরও ৷ দুজনে তুলে নিলেন 6টি উইকেট ৷ বোলিং ও ব্যাটিংয়ের দুরন্ত যুগলবন্দিতে বিরাটদের 97 রানের বিশাল ব্যবধানে হারাল কিংস ইলেভেন পঞ্জাব ৷

ব্যাট হাতে আজ ফের ব্যর্থ অধিনায়ক বিরাট কোহলি ৷ 5 বল খেলে কোহলির সংগ্রহ মাত্র 1 রান ৷ গত ম্যাচের হিরো দেবদূত পড়িক্কল করলেন মাত্র 1 রান ৷ দলের সর্বোচ্চ রান ওয়াশিংটন সুন্দরের ৷ 27 বলে তিনি করলেন 30 রান ৷ এছাড়া এবি ডিভিলিয়ার্স করলেন 28 রান ও ফিঞ্চের সংগ্রহ 20 রান ৷ তবে 206 রান তাড়া করতে এটা যথেষ্ট ছিল না ৷

আজ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে ব্যাটিং অর্ডারে তিন নম্বরে নামলেন জশ ফিলিপে ৷ তবে লাভের লাভ কিছু হল না ৷ শূন্য রানেই ফিরতে হল পশ্চিম অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্যাটসম্যানকে ৷

পঞ্জাব দলে আর একটা বিষয় নজর দিতেই হবে, তা হল অবশ্যই অনিল কুম্বলের উপস্থিতি ৷ কুম্বলের ছোঁয়াতে ফুল ফোটাচ্ছেন পঞ্জাব স্পিনাররা ৷ আজও দুই স্পিনার রবি বিষ্ণোই ও মুরুগান অশ্বিন তুলে নিলেন 6টি উইকেট ৷ অন্য দিকে ফের অসাধারণ মহম্মদ শামি ৷ কেন তাঁকে ভারতের অন্যতম সেরা সাদা বলের বোলার বলা হয় তা ফের প্রমাণ করলেন এই পেসার ৷ 3 ওভার বল করে খরচ করলেন মাত্র 14 রান ৷ বর্তমানে বেগুনি টুপিও তাঁর মাথাতেই ৷

অন্যদিকে ব্যাঙ্গালোর দলের পেস আক্রমণের কথা যত কম বলা যায় ততই ভালো ৷ আজও 4 ওভার বল করে 57 রান খরচ করলেন ডেইল স্টেইন ৷ উমেশ 3 ওভারে দিলেন 35 রান ৷ তবে মন্দের ভালো নভদীপ সাইনি ৷ 4 ওভারে 37 রান দিয়ে তুলে নিলেন 2টি উইকেট ৷

প্রথম ম্যাচে অল্পের জন্য ম্যাচ হাতছাড়া হয়েছিল ৷ আজ ব্যাঙ্গালোরকে কোনও সুযোগই দিলেন না লোকেশ রাহুল ৷ তবে এখন দেখার টুর্নামেন্টে এই ধারাবাহিকতা ধরে রাখতে পারে কি না কিংস ইলেভেন পঞ্জাব ৷

Last Updated : Sep 25, 2020, 6:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details