আবু ধাবি, 21 অক্টোবর : RCB-র দুরন্ত বোলিংয়ের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ল কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং লাইন আপ ৷ KKR-এর সংগ্রহ 8 উইকেটে 84 রান ৷
দুরন্ত বোলিং RCB-র, জয়ের জন্য দরকার 85 - Kolkata Knight Riders
18:22 October 21
IPL 2020: আবু ধাবিতে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত অধিনায়ক ইয়ন মরগ্যানের ৷ কিন্তু মহম্মদ সিরাজের দুরন্ত বোলিংয়ে শুরুতেই হোঁচট নাইট শিবিরে ৷ নিজের প্রথম ওভারেই 2 উইকেট তুলে নিলেন সিরাজ ৷ অফস্টাম্পের বাইরের বলে খোঁচা লাগিয়ে ডেভিলিয়ার্সকে ক্যাচ দিয়ে ফেরেন রাহুল ত্রিপাঠী ৷ পরের বলেই ক্লিন বোল্ড নীতীশ রানা ৷ তৃতীয় ওভারে নভদীপ সাইনির বলে ফেরেন আর এক ওপেনার শুভমন গিল ৷ ওই ওভারেই পালটা দেওয়ার চেষ্টা করেন ব্যান্টন ৷ কিন্তু সিরাজের তৃতীয় শিকার হন তিনি ৷
এরপর ইনিংস সামাল দেওয়ার চেষ্টা করেন দীনেশ কার্তিক ও অধিনায়ক ইয়ন মরগ্যান ৷ কিন্তু এই কার্তিক যেন আগের মরশুমের ছায়া মাত্র ৷ 14 বল খেলে মাত্র 4 রান করেন তিনি ৷ যুজবেন্দ্র চহালের শিকার হন প্রাক্তন নাইট অধিনায়ক ৷ ইনিংস গড়ার চেষ্টা করেও ব্যর্থ হন ইয়ন মরগ্যান ৷ 34 বলে 30 রান করেন নাইট অধিনায়ক ৷ ব্যর্থ হন প্যাট ক্যামিন্সও । 17 বল খেলে করেন মাত্র 4 রান ৷ তবে শেষ দিকে কুলদীপ যাদব ও লকি ফার্গুসন কিছুটা রান যোগ করেন ৷ কুলদীপ করেন 12 রান ৷ ফার্গুসন অপরাজিত 19 রান করেন ৷
ব্যাঙ্গালোরের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলছেন না আন্দ্রে রাসেল ৷ আগের ম্যাচে খেলার সময় চোট পান রাসেল ৷ তাঁর পরিবর্তে আজ প্রথম একাদশে খেলছেন টম ব্যান্টন ৷ অন্যদিকে শিভম মাভির পরিবর্তে আজ খেলছেন প্রসিদ্ধ কৃষ্ণা ৷ অন্যদিকে একটি পরিবর্তন করেছে রয়্যালস চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরও ৷ বাংলার শাহবাজ আহমেদের জায়গায় প্রথম একাদশে খেলছেন মহম্মদ সিরাজ ৷