পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

শুভমন, ইয়ন মরগ্যানের ভালো ব্যাটিং, RR কে 175 রানের টার্গেট দিল KKR - Kolkata Knight Raiders

KKR
KKR

By

Published : Sep 30, 2020, 7:45 PM IST

Updated : Sep 30, 2020, 10:44 PM IST

18:57 September 30

টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত রাজস্থান রয়্যালস অধিনায়ক স্টিভ স্মিথের ৷

দুবাই, 30 সেপ্টেম্বর : টুর্নামেন্টের ধারা বজায় রেখে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত রাজস্থান রয়্যালসের ৷ টুর্নামেন্টে এই প্রথম ব্যাট করতে নেমে ভালো শুরু কলকাতা নাইট রাইডার্সের ৷ এদিনও প্রথম দিকে কলকাতার ইনিংসকে টানলেন শুভমন গিল ৷ কিন্তু ব্যক্তিগত 47 রানে আর্চারের বলে থামতে হল তাঁকে ৷ শেষ পর্যন্ত দল থামল 174 রানে ৷

এদিনও কলকাতার ইনিংসের শুরু করেন শুভমন গিল ও সুনীল নারাইন ৷ কিন্তু অনান্য দিনের মতোই নড়বড়ে দেখাল সুনীল নারাইনকে ৷ একবার তাঁর সহজ ক্যাচ ফসকালেন রবীন উথাপ্পা ৷ তার পরে একটি ছক্কা হাঁকালেও এই সুনীল নারাইন যেন আগের বছরের ছায়া মাত্র ৷ ব্যক্তিগত 15 রানে ফিরলেন তিনি ৷ ভালো শুরু করলেন নীতিশ রানাও ৷ কিন্তু ইনিংসকে এগিয়ে নিয়ে যেতে পারলেন না ৷

ঝড় না উঠলেও ছোট্ট ক্যামিও ইনিংস খেললেন আন্দ্রে রাসেল ৷ 14 বলে খেললেন 24 রানের ইনিংস ৷ মারলেন 3টি বিশাল ছক্কা ৷ ইঙ্গিত দিলেন মরুদেশে উঠতে পারে রাসেল ঝড় ৷ তবে এদিনও ভালো খেললেন ইয়ন মরগ্যান ৷ 23 বলে করলেন অপরাজিত 34 রান ৷ তবে কোথাও যেন মনে হল  দারুন শুরুর পর কলকাতা অন্তত 20 রান কম করল ৷ আর এর জন্য অবশ্যই দায়ী মাঝের ওভারে নিয়মিত উইকেট হারানো ৷ এদিনও রান পেলেন না কলকাতা অধিনায়ক দীনেশ কার্তিক ৷ আজ করলেন মাত্র 1 রান ৷

রাজস্থান বোলারদের মধ্যে ভয়ঙ্কর জোফ্রে আর্চারকে ৷ 4 ওভারে 18 রান দিয়ে তুলে নিলেন 2টি গুরুত্বপূর্ণ উইকেট ৷ তার মধ্যে শুভমন গিলের উইকেটও আছে ৷  রাহুল তেওয়াটিয়া নিলেন নীতিশ রানার উইকেট ৷ এছাড়া অঙ্কিত রাজপুত, জয়দেব উনাদকাট ও টম কুরান নিলেন একটি করে উইকেট ৷ জয়ের জন্য রাজস্থানের দরকার 175 রান ৷ 

Last Updated : Sep 30, 2020, 10:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details