পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

পঞ্জাবকে 150 রানের টার্গেট দিল KKR

KKR vs KXIP
KKR vs KXIP

By

Published : Oct 26, 2020, 7:08 PM IST

Updated : Oct 26, 2020, 9:20 PM IST

18:30 October 26

IPL 2020 : কলকাতা নাইট রাইডার্স বনাম কিংস ইলেভেন পঞ্জাব

শারজা, 26 অক্টোবর : প্রথমে উইকেট হারালেও শুভমন গিল ও ইয়ন মরগ্যানের ব্যাটে ভর করে ঘুরে দাঁড়ায় কলকাতা নাইট রাইডার্স ৷ কিন্তু ইয়ন মরগ্যান আউট হতেই ফের রানের গতি হারায় KKR ৷ একের পর এক উইকেট হারাতে থাকে তারা ৷ তবে একদিকে ভালো বোলিং করেন শুভমন গিল ৷ নির্ধারিত 20 ওভার 9 উইকেটে 149 রান করে কলকাতা নাইট রাইডার্স ৷  

শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় KKR ৷  প্রথম ওভারেই ম্যাক্সওয়েলের বলে আউট হন আগের ম্যাচের হিরো নীতীশ রাণা ৷ পরের ওভারেই শামির বলে ফেরেন রাহুল ত্রিপাঠী ও দীনেশ কার্তিক ৷  এরপর ম্যাচ টানেন অধিনায়ক ইয়ন মরগ্যান ও ওপেনার শুভমন গিল ৷ দু’জনে 81 রানের পার্টনারশিপ গড়েন ৷ 25 বলে 40 রান করে আউট হন মরগ্যান ৷  

তবে মরগ্যান ও শুভমন ছাড়া কারও ব্যাটেই রান আসেনি আজ ৷ 45 বলে 57 করে আউট হন শুভমন ৷  ব্যর্থ হন সুনীল নারাইনও ৷ আজ মাত্র 6 রান করে ফেরেন তিনি ৷ প্যাট ক্যামিন্সের সংগ্রহ 1 রান ৷ নাগরকোটির সংগ্রহ 6 রান ৷ বরুণ চক্রবর্তীর সংগ্রহ 2 রান ৷  তবে শেষ দিকে ক্যামিও ইনিংস খেলেন লকি ফার্গুসন ৷ 13 বলে করেন 24 রান ৷  

পঞ্জাব বোলারদের মধ্যে ফের উজ্জ্বল মহম্মদ শামি ৷ আজ নেন 3টি উইকেট ৷ এছাড়া রবি বিষ্ণোই ও ক্রিস জর্ডন নেন 2টি করে উইকেট ৷ একটি করে উইকেট নেন গ্লেন ম্যাক্সওয়েল ও মুরগ্যান অশ্বিন ৷ জয়ের জন্য কিংস ইলেভেন পঞ্জাবের প্রয়োজন 150 রান ৷ 

Last Updated : Oct 26, 2020, 9:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details