আবু ধাবি, 23 অক্টোবর : আজ ফের মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স ৷ প্রতিপক্ষ দিল্লি ক্যাপিট্যালস ৷ আগের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে লজ্জার হার মানতে হয়েছে KKR-কে ৷ 8 উইকেটে ম্যাচ হারে ইয়ন মরগ্যানের দল ৷ এদিকে শেষ ম্যাচে কিংস ইলেভেন পঞ্জাবের কাছে হেরে যায় দিল্লি ক্যাপিট্যালস ৷ তাই জয়ে ফিরতে মরিয়া দুই দলই ৷
দিল্লি ক্যাপিটালসের ওপেনার শিখর ধাওয়ান দুরন্ত ফর্মে রয়েছেন ৷ পরপর দুই ম্যাচে শতরান এসেছে তাঁর ব্যাট থেকে ৷ কিন্তু তাঁর শতরান সত্ত্বেও ম্যাচ জিততে পারেনি দিল্লি ৷ কারণ দলের অন্য ব্যাটসম্যানরা বড় রান করতে ব্যর্থ হন ৷ শিখর যখন ক্রমাগত রান করছেন, তখনই ফর্ম হারিয়েছেন আর এক ওপেনার পৃথ্বী শ ৷ তাই ব্যাট হাতে তাঁর ধারাবাহিকতার দিকে তাকিয়ে থাকবে শ্রেয়স আইয়ারের দল ৷ নিজের শেষ 4টি ইনিংসে দু'বার শূন্য রানে ফিরতে হয়েছে পৃথ্বীকে ৷
অধিনায়ক শ্রেয়স আইয়ারও কুঁচকির চোট পাওয়ার আগে থেকেই ফর্ম হারিয়েছেন ৷ চোট সারিয়ে ফিরে আসা ঋষভ পন্থকেও সেই আগের ফর্মে দেখা যায়নি ৷ দিল্লি ক্যাপিটালসের মিডল অর্ডারের শিরদাঁড়া শ্রেয়স, ঋসভ ও মার্কাস স্টইনিস ৷ তাই দলের বড় রানের জন্য তাদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ ৷