পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

দুরন্ত কামিন্স-মরগ্যান, রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা জিইয়ে রাখল কলকাতা

দুবাইয়ে কলকাতার 191 রান তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় রাজস্থান রয়্যালস ৷ ওপেনার রবিন উথাপ্পা ফেরেন 6 রানে ৷ প্যাট কামিন্সের বলে নাগরকোটির হাতে ক্যাচ দেন তিনি ৷ নিজের দ্বিতীয় ওভারেই কামিন্স ফিরিয়ে দেন বেন স্টোকসকে ৷

KKR vs RR
KKR vs RR

By

Published : Nov 2, 2020, 1:21 AM IST

দুবাই, 1 নভেম্বর : ব্যাটে ইয়ন মরগ্যানের অধিনায়কোচিত ইনিংস ৷ অন্যদিকে বল হাতে দুরন্ত প্যাট কামিন্স ৷ দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসকে 60 রানে হারাল কলকাতা নাইট রাইডার্স ৷ একই সঙ্গে জিইয়ে রাখল প্লে অফের রাস্তা ৷

দুবাইয়ে কলকাতার 191 রান তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় রাজস্থান রয়্যালস ৷ ওপেনার রবিন উথাপ্পা ফেরেন 6 রানে ৷ প্যাট কামিন্সের বলে নাগরকোটির হাতে ক্যাচ দেন তিনি ৷ নিজের দ্বিতীয় ওভারেই কামিন্স ফিরিয়ে দেন বেন স্টোকসকে ৷ এক্ষেত্রে দীনেশ কার্তিকের অসাধারণ ক্যাচের কথা বলতেই হবে ৷ বাঁ দিকে ঝাঁপিয়ে একহাতে অসাধারণ ক্যাচ নিলেন কার্তিক ৷ 11 বলে 18 রান করেন স্টোকস ৷

নিজের দ্বিতীয় ওভারের শেষ বলে রাজস্থান অধিনায়ক স্টিভ স্মিথকেও ফিরিয়ে দেন কামিন্স ৷ 4 বলে 4 রান করে প্লেডাউন হন তিনি ৷ সঞ্জু স্যামসনকে আউট করেন শিভম মাভি ৷ ইনিংস সামাল দেওয়ার চেষ্টা করেন জস বাটলার ৷ কিন্তু অন্যপ্রান্তে রিয়ান পরাগকে আউট করে দেন কামিন্স ৷ আজ রানের খাতা খুলতেই পারেননি পরাগ ৷ এর পর রাহুল তেওয়াটিয়াকে সঙ্গী করে ইনিংস এগিয়ে নিয়ে যান বাটলার ৷

এক্ষেত্রে পার্টনারশিপ ভাঙেন বরুণ চক্রবর্তী ৷ বাটলারকে আউট করে দেন তিনি ৷ তুলে মারতে গিয়ে কামিন্সের হাতে ক্যাচ দেন তিনি ৷ 22 বলে 35 রান করেন বাটলার ৷ অন্যদিকে ভয়ংকর হতে থাকা রাহুলকেও ফেরান বরুণ ৷ 27 বলে 31 রানের ইনিংস খেলেন রাহুল ৷ আর্চারকে 6 রানে ফেরান নাগরকোটি ৷ শেষপর্যন্ত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 131 রান করে রাজস্থান ।

অন্যদিকে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আজ ফের ব্যর্থ দীনেশ কার্তিক ৷ শূন্য রানেই ফিরলেন নাইটদের আগের অধিনায়ক ৷ কার্তিক ত্যাগীর বলে ফিরলেন আন্দ্রে রাসেলও ৷ তবে আউট হওয়ার আগে রানের গতিটা অনেকটাই বাড়িয়ে দিলেন ক্যারিবায়ান তারকা ৷ 11 বলে করলেন 25 রান ৷ 18 বলে রাসেল ও ইয়ন মরগ্যান খেললেন 43 রানের পার্টনারশিপ ৷

আবার কেন তাঁকে অধিনায়কের ব্যাটন দেওয়া হয়েছে তা ফের বুঝিয়ে দিলেন ইয়ন মরগ্যান ৷ দলের যখন তাঁকে সবথেকে বেশি প্রয়োজন, তখনই জ্বলে উঠলেন তিনি ৷ 35 বলে 68 রানের অপরাজিত ইনিংস খেললেন ৷ তাঁকে সাহায্য করলেন প্যাট কামিন্সও ৷ তিনি করলেন 11 বলে 15 রান ৷

আজ ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় কলকাতা নাইট রাইডার্স ৷ কিন্তু কলকাতাকে টেনে তোলেন শুভমন গিল ও রাহুল ত্রিপাঠীর ব্যাট ৷ 24 বলে 36 রান করে শুভমন গিল আউট হন ৷ ত্রিপাঠী ফেরেন 34 বলে 39 রান করে ৷

রাজস্থানের হয়ে শুরুতেই নাইটদের ধাক্কা দেন জোফ্রে আর্চার ৷ একটি উইকেট নিলেন শ্রেয়স গোপাল ৷ তবে ভালো বোলিং করলেন রাহুল তেওয়াটিয়া ৷ 4 ওভারে 25 রান দিয়ে 3টি উইকেট নিলেন তিনি ৷ কার্তিক ত্যাগী নিলেন 2টি উইকেট ৷

14টি ম্যাচ শেষে কলকাতার পয়েন্ট 14 । এই মুহূর্তে পয়েন্ট টেবিলে রয়েছে চার নম্বরে । কিন্তু, সোমবার ও মঙ্গলবারের গ্রুপের শেষ দুটি ম্যাচের উপর নির্ভর করছে তাদের প্লে অফে যাওয়ার ভাগ্য ।

ABOUT THE AUTHOR

...view details