দুবাই, 1 নভেম্বর : আজ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রাউন্ড রবিন পর্বের ম্যাচে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স । শেষ চারের জায়গা পাকা করতে জিততে হবে দুই শিবিরকেই । ফলে, চাপে রয়েছেন দুই দলের অধিনায়ক ইয়ন মরগান এবং স্টিভ স্মিথ । দুই দলই 13 ম্যাচ থেকে 12 পয়েন্ট তুলেছে । ফলে, প্লে অফে জায়গা পাওয়ার আশা বাঁচিয়ে রাখতে দুই দলেরই জয়ের দরকার ।
দুবাইয়ে মরগ্যান-স্মিথবাহিনীর দ্বৈরথ, রানরেটই শেষ চারের চাবি
পয়েন্ট একই থাকলেও নেট রান রেটের ক্ষেত্রে এগিয়ে রয়েছে রাজস্থান । কলকাতার নেট রান রেট -0.46, এদিকে রাজস্থানের রান রেট -0.3 । ফলে প্লে অফে জায়গা পাকা করতে হলে দুই দলকেই বড় রানে জিততে হবে ।
কিংস ইলেভেন পঞ্জাবের বিপক্ষে দুর্দান্ত জয়ের পর শেষ চারে জায়গা পাকা করতে আত্মবিশ্বাসী রাজস্থান শিবির । প্রথম সাক্ষাতে কলকাতা রাজস্থানকে তিন বিভাগেই টেক্কা দিয়েছি । তবে এবার পরিস্থিতি ভিন্ন । পরপর দুটো ম্যাচ হেরে ব্যাকফুটে রটেছে কিং খানের নাইটরা । এই অবস্থায় পরের পর্ব নিশ্চিত করতে চাইছে পিঙ্ক শিবির । পয়েন্ট একই থাকলেও নেট রান রেটের ক্ষেত্রে এগিয়ে রয়েছে রাজস্থান । কলকাতার নেট রান রেট -0.46, এদিকে রাজস্থানের রান রেট -0.3 । ফলে, প্লে অফে জায়গা পাকা করতে হলে দুই দলকেই বড় রানে জিততে হবে ।
পর পর দু'টি ম্যাচ হেরে লিগ টেবিলে 6-এ নেমে গেছে কলকাতা নাইট রাইডাররা । রবিবার রাজস্থানকে হারাতে হলে ওপেনিং ও বোলিং বিভাগে ছন্দ ফেরাতে হবে । চলতি IPL-এ ধারাবাহিকতার অভাবে ভুগছে নাইটরা । অধিনায়ক বদলালেও ফেরেনি ধারাবাহিকতা । শেষ চারে জায়গা পাকা করতে হলে রবিবার শুধু জিতলেই হবে না , বড় ব্যবধানে জিততে হবে । প্রথমে ব্যাট করলে অন্তত 50 রান আর পরে ব্যাট করলে অন্তত 8 উইকেটে জিততেই হবে নাইটদের । চলতি IPL-এ এখনও পর্যন্ত রান রেটে কলকাতার পিছনে রয়েছে চেন্নাই , যাদের বিদায় ইতিমধ্যেই নিশ্চিত হয়ে গিয়েছে ।