আবুধাবি, 11 অক্টোবর : সুবর্ণ সুযোগ পেয়েছিল কিংস ইলেভেন পঞ্জাব ৷ নিজেদের হারের ধারাবাহিকতা ভাঙে জয়ের সরণিতে ফেরার সুযোগ ৷ কিন্তু শেষ মুহূর্তে তীরে এসে তরী ডুবল ৷ কলকাতা নাইট রাইডার্সের কাছে মাত্র 2 রানে হারতে হল লোকেশ রাহুলের দলকে ৷ আর এই হারের পর উত্তর হারিয়ে ফেলছেন পঞ্জাব অধিনায়ক ৷
ম্যাচের শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাহুল বলেন, ‘‘ আমরা ভালো শুরু করেছিলাম ৷ আমরা জেতার কাছাকাছি চলে গিয়েছিলাম ৷ কিন্তু সত্যি বলতে কী আমার কাছে এই হারের কোনও উত্তর নেই ৷ পরবর্তী সামনের 7টি ম্যাচে আমাদের ভালো খেলতে হবে এবং কয়েকটি ম্যাচ জিততে হবে ৷’’
ম্যাচ হারলেও বোলিং ও ব্যাটিং দুটি ক্ষেত্রেই ভালো শুরু করে পঞ্জাব ৷ বোলিংয়ের সময় পাওয়ার প্লের মধ্যেই রাহুল ত্রিপাঠী ও নীতীশ রাণার উইকেট তুলে নেন শামি, আকাশদীপরা ৷ কলকাতার 164 রানের জবাবে এক সময়ে 14 ওভারে 115 রানে অক্ষত ছিল রাহুল-আগরওয়ালের ওপেনিং জুটি ৷ অতি বড় নাইট ভক্তও ভাবেননি যে ওই পরিস্থিতি থেকে ম্যাচ জিতবে কলকাতা ৷ কিন্তু তারপরই সব হিসেব উলট-পালট হয়ে যায় ৷