পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

কলকাতা এখনও প্লে অফে যেতে পারে, আশাবাদী হাসি - chennai vs Kolkata

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হেরে যাওয়ায় নিজেদের কাজটি খুব কঠিন করে ফেলেছে ইয়ন মরগ্যানের দল ৷ এই কথা মানছেন দলের মেন্টর ডেভিড হাসি ৷ তবে তাঁর আশা, এখনও প্লে অফে যেতে পারে KKR ৷

ডেভিড হাসি
ডেভিড হাসি

By

Published : Oct 30, 2020, 4:58 PM IST

দুবাই, 30 অক্টোবর : 13 ম্যাচে 7টিতে হেরে প্লে অফের দৌড় বেশ কঠিন করে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স ৷ এখন লিগ টেবিলের যা পরিস্থিতি তাতে অন্য দলগুলির ফলাফলের উপর নির্ভর করতে হবে ৷ এমনকী তাকিয়ে থাকতে হবে নেট রানরেটের দিকেও ৷ যদিও এই মরশুমে কোন চারটি দল প্লে অফে যাবে তা এখনও ঠিক হয়নি ৷

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হেরে যাওয়ায় নিজেদের কাজটি খুব কঠিন করে ফেলেছে ইয়ন মরগ্যানের দল ৷ এই কথা মানছেন দলের মেন্টর ডেভিড হাসি ৷ তবে তাঁর আশা, এখনও প্লে অফে যেতে পারে KKR ৷

ম্যাচের শেষে সাংবাদিক বৈঠকে হাসি বলেন, ‘‘আমরা নিজেদেরকে এই পজ়িশনে এনেছি ৷ কিন্তু আমরা এখনও টুর্নামেন্টে আছি ৷’’

যদিও হাসি আশাবাদী ৷ তিনি আরও বলেন, ‘‘ কয়েক দিন সময়ে আমরা ফিরে আসতে পারি ৷ এবং ভয়ডরহীন ক্রিকেট খেলতে পারি ৷ কী হবে কেউ জানে না ৷ ফলাফল আমাদের দিকে যেতেই পারে ৷ এবং আমরা কয়েকটি দলকে অবাক করে দিতেই পারি ৷’’

চেন্নাইয়ের জয় সম্পর্কে ডেভিড হাসি বলেন, ‘‘ প্রত্যেকটি হারই কষ্টকর ৷ কিন্তু চেন্নাই দারুণ খেলেছে ৷ তাঁরা যোগ্য দল হিসেবে জিতেছে ৷ ওরা ভালো বোলিং ও ফিল্ডিং করেছে এবং দুরন্ত রান তাড়া করেছে ৷’’

নীতীশ রাণার প্রশংসাও শোনা গেছে হাসির গলায় ৷ তিনি বলেন, ‘‘ টুর্নামেন্টের শুরু থেকে রাণা খুব ভালো খেলেছে ৷ শেষের কয়েকটি ইনিংসে ও ধারাবাহিক ক্রিকেট খেলেছে ৷"

ABOUT THE AUTHOR

...view details