দুবাই, 5 অক্টোবর : শনিবার দিল্লি ক্যাপিটালসের কাছে 18 রানে হেরেছে কলকাতা নাইট রাইডার্স ৷ 228 রানের জবাবে 210 রানে থামে KKR-এর ইনিংস ৷ এখনও পর্যন্ত চারটি ম্যাচের মধ্যে দু'টিতে হারতে হয়েছে দীনেশ কার্তিকের দলকে ৷ অন্যদিকে ফর্মে নেই অধিনায়ক নিজেও ৷ চার ম্যাচে মাত্র 37 রান করেছেন তিনি ৷ আর তাই অধিনায়ক বদলের দাবি উঠল KKR শিবিরে ৷
নিলামের সময় ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগ্যানকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স ৷ সমর্থকরা আশা করেছিলেন এবার দলের দায়িত্ব দেওয়া হবে তাঁকে ৷ কিন্তু দলের তরফে জানিয়ে দেওয়া হয়, অধিনায়ক থাকছেন দীনেশ কার্তিকই ৷ চলতি টুর্নামেন্টে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বড় হার দিয়ে অভিযান শুরু করে কলকাতা নাইট রাইডার্স ৷ পরের ম্যাচেই ফিরে আসে দল ৷ সানরাইজ়ার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দুরন্ত খেলে জেতে KKR ৷ কিন্তু রান পাননি অধিনায়ক দীনেশ কার্তিক ৷ দিল্লির বিরুদ্ধে শেষ ম্যাচে ফের হারের মুখ দেখে কলকাতা নাইট রাইডার্স ৷ আর তারপরই অধিনায়কত্ব থেকে দীনেশ কার্তিককে সরানোর দাবি ওঠে ৷