আবুধাবি, 26 সেপ্টেম্বর : ছন্দে ফিরল কলকাতা নাইট রাইডার্স ৷ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচেই জয়ে ফিরল দীনেশ কার্তিক ব্রিগেড ৷ 12 বল বাকি থাকতে জিতল 7 উইকেটে। সৌজন্যে বোলারদের ভালো বোলিং ও ব্যাট হাতে শুভমন গিল ও ইয়ন মরগ্যানের দুরন্ত পারফরমেন্স ৷
ওপেন করতে নেমে দুরন্ত শুভমন গিল ৷ ভারতের তরুণ প্রতিভাদের মধ্যে অন্যতম ধরা হয় শুভমনকে ৷ আজ তিনি বুঝিয়ে দিলেন আন্তর্জাতিক ম্যাচের চাপ নিতে তিনি তৈরি ৷ 62 বলে খেললেন 70 রানের ইনিংস খেললেন ৷ দলের প্রয়োজনে ধৈর্যশীল ইনিংস ৷ মারলেন 5টি চার ও 2টি ছক্কা ৷ অন্যদিকে ইয়ন মরগ্যান খেললেন 29 বলে 42 রানের ইনিংস ৷ 13 বলে ক্যামিও ইনিংস খেললেন নীতিশ রানা ৷ তবে ওপেনার সুনীল নরাইন ও অধিনায়ক দীনেশ কার্তিক ব্যর্থ হলেন ৷
প্রথম ইনিংসে ভালো বোলিং নাইট বোলারদের ৷ প্রথমে বল করে সানরাইজ়ার্স হায়দরাবাদকে 142 রানে আটকে রাখল ৷ প্রথম ম্যাচে দাগ কাটতে না পারলেও দ্বিতীয় ম্যাচে দুরন্ত বোলিং করলেন প্যাট ক্যামিন্স, নাগরকোটি, মাভি, বরুণ চক্রবর্তীরা ৷
আজ নাইট দলে সুযোগ পান কমলেশ নাগরকোটি ও বরুণ চক্রবর্তী ৷ ম্যাচে দাগ কাটলেন দুজনেই ৷ 4 ওভার বল করে বরুণ চক্রবর্তী তুলে নিলেন ডেভিড ওয়ার্নারের উইকেট ৷ নাগরকোটি উইকেট না পেলেও ভালো বোলিং করলেন ৷
সানরাইজ়ার্সের হয়ে এদিন ব্যর্থ জনি বেয়ারস্ট্রো ৷ তবে মনীশ পাণ্ডেকে সঙ্গী করে ইনিংস গড়ার কাজ করতে থাকেন ওয়ার্নার ৷ তবে বড় ইনিংস গড়ার আগেই বরুণ চক্রবর্তীর বলে ফিরতে হত তাঁকে ৷ হায়দরাবাদের হয়ে ভালো ব্যাটিং মনীশ পাণ্ডের ৷ সানরাইজ়ার্স দলে এদিন সুযোগ পেলেন বাংলার ঋদ্ধিমান সাহা ৷ সুযোগের সদব্যবহারও করলেন তিনি ৷ করলেন 31 বলে 30 রান ৷ রান আউট হয়ে ফিরতে হল তাঁকে ।
পাওয়ার প্লেতে ভালো শুরু করে কলকাতা নাইট রাইডার্স ৷ প্রথম ম্যাচে বোলিংয়ে কিছু করতে পারেননি প্য়াট ক্যামিন্স ৷ ফলে সমালোচনার মুখে পড়েন এই অজ়ি ক্রিকেটার ৷ কিন্তু দ্বিতীয় ম্যাচেই ফিরলেন স্বমহিমায় ৷ পাওয়ার প্লেতে তিন ওভার বোলিং করে তুলে নিলেন এক উইকেট ৷ খরচ করলেন মাত্র 11 রান ৷ বুঝিয়ে দিলেন কেন নাইট শিবির তাঁকে 15 কোটি টাকা দিয়ে নিলামে কিনেছে ৷ ব্যটসম্যন ও বোলারদের এহেন যুগলবন্দি বারবার দেখতে চাইবে নাইট ভক্তরা ৷