আবু ধাবি, 8 নভেম্বর : সম্ভবত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2020-তে শেষ ম্যাচ খেলে ফেলেছেন ঋদ্ধিমান সাহা ৷ দুই পায়েই চোট, তাই বেহিসেবি ঝুঁকি না নিয়ে আজ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ারে এবং জিতলে ফাইনালে হয়ত দেখা যাবে না ঋদ্ধিকে ৷ পরিবর্তে সানরাইজ়ার্স হায়দরাবাদের উইকেটরক্ষকের ভূমিকায় দেখা যেতে পারে আর এক বাঙালি শ্রীবৎস গোস্বামীকে ৷
দেশ ও ফ্র্যাঞ্চাইজ়ির মধ্যে দেশের স্বার্থই আগে রাখার সিদ্ধান্ত নিলেন পাপালি ৷ হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য এলিমিনেটরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে দেখা যায়নি তাঁকে ৷ শনিবার তাঁর চোটে MRI স্ক্যান করা হয় ৷ সেখানে ধরা পড়ে তাঁর দুই পায়েই চোট আছে ৷ চিকিৎসকরা ঋদ্ধিকে বিশ্রামের পরামর্শ দেন ৷ চোট অগ্রাহ্য করে খেলতে নামলে তা আরও গুরুতর হতে পারে ৷ ফলে অস্ট্রেলিয়া সফরে সমস্যা তৈরি হতে পারে ৷ তাই কঠিন সিদ্ধান্ত নিতে চলেছেন তিনি বলে খবর ৷ কোনওভাবেই অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ় মিস করতে চাইছেন না তিনি ৷