পশ্চিমবঙ্গ

west bengal

রশিদের 3 উইকেট, দিল্লিকে হারিয়ে প্রথম জয় হায়দরাবাদের

হায়দরাবাদের দেওয়া 162 রান তাড়া করতে গিয়ে প্রথম ওভার থেকেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে দিল্লি । পরপর দু'টি ম্যাচ জেতার পর 13তম IPL- এ এটাই দিল্লির প্রথম হার । সানরাইজ়ার্স হায়দরাবাদের 15 রানে ম্যাচ জয়ের পিছনে বড় ভূমিকা রাখলেন আফগান স্পিনার রশিদ খান ।

By

Published : Sep 30, 2020, 7:16 AM IST

Published : Sep 30, 2020, 7:16 AM IST

IPL 2020
সানরাইজার্স হায়দরাবাদ

আবু ধাবি, 30 সেপ্টেম্বর : দিল্লি ক্যাপিটালসের শক্তিশালী ব্যাটিং বিভাগ নিয়েই আশঙ্কা ছিল । সেই আশঙ্কা আর দিল্লির সাধের ব্যাটিং অর্ডারে ধস নামিয়ে 13 তম IPL - এ প্রথম জয়ের স্বাদ পেল সানরাইজ়ার্স হায়দরাবাদ । তাদের দেওয়া 163 রান তাড়া করতে গিয়ে সাত উইকেট হারিয়ে 147 রানেই থেমে গেল দিল্লির ইনিংস । পরপর দু'টি ম্যাচ জেতার পর 13তম IPL- এ এটাই দিল্লির প্রথম হার । সানরাইজ়ার্স হায়দরাবাদের 15 রানে ম্যাচ জয়ের পিছনে বড় ভূমিকা রাখলেন আফগান স্পিনার রশিদ খান । 4 ওভারে 14 রান দিয়ে নিলেন 3 উইকেট । ম্যাচের সেরাও তিনি ।

হায়দরাবাদের দেওয়া 162 রান তাড়া করতে গিয়ে প্রথম ওভার থেকেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে দিল্লি । তাদের বিধ্বংসী ওপেনার পৃথ্বী শ (2) কে প্রথম ওভারেই আউট করেন ভুবনেশ্বর কুমার । এরপর আফগান স্পিনার রশিদ খান বল হাতে নেমেই ফেরান অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে (17) । এরপর অপর ওপেনার শিখর ধাওয়ানও মাত্র 34 রান করে রশিদের বলে ফেরেন । 12 বলে 21 রানের ঝোড়ো ইনিংস খেলে ভুবনেশ্বের কুমারের বলে আউট হন সিমরান হেটমায়ার । পন্থ 36 ও মার্কাস স্টইনিস 11 রানে ফেরেন । ঋষভের উইকেটও নেন আফগান স্পিনার । ব্যাটিং ব্যর্থতার জেরে টানা তিনটি ম্যাচে জয় হাতছাড়া করল দিল্লি ক্যাপিটালস ।

টসে জিতে হায়দরাবাদকে ব্যাট করতে পাঠান দিল্লি অধিনায়ক শ্রেয়াস আইয়ার । উইকেট না পড়লেও হায়দরাবাদের শুরুটা ছিল মন্থর । 9.3 ওভারে তাদের প্রথম উইকেট পড়ে । ডেভিড ওয়ার্নার (33 বলে 45) কে তুলে নিয়ে দক্ষিণের দলটিকে বড় ঝটকা দেন অমিত মিশ্র । প্রথম উইকেটে ওয়ার্নার - বেয়ারস্টো জুটিতে ওঠে 77 রান । তিন নম্বরে নামা মণীশ পাণ্ডে (3) কে উইকেটে থিতু হওয়ার আগেই ফেরত পাঠান মিশ্র । চার ওভারে 35 রান দিয়ে দুটি উইকেট তোলেন IPL - এর দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি । তবে প্রথমদিকে উইকেট ফেলতে না পারলেও ওয়ার্নার - বেয়ারস্টোকে নিয়ন্ত্রণে রেখেছিলেন দিল্লির বোলাররা । দুটি ম্যাচে হারের পর অবশেষে এই ম্যাচে হায়দরাবাদের হয়ে প্রত্যাবর্তন করেন কেন উইলিয়ামসন । কেন নামার পর যেন হায়দরাবাদের ইনিংসে গতি আসে । 13.1 ওভারে হায়দরাবাদের স্কোর একশোর গণ্ডি পার করে । 17.3 ওভারে অর্ধশতরানকারী বেয়ারস্টোকে ফেরান কাগিসো রাবাদা । শেষ ওভারের চতুর্থ বলে সেই রাবাদার বলেই আউট হন উইলিয়ামসন (41) । দুটি বাউন্ডারি হাঁকান নবাগত আবদুল সামাদও ।

গতকাল সানরাইজ়ার্স হায়দরাবাদের হয়ে IPL - এ অভিষেক হয় 18 বছরের কাশ্মীরি অলরাউন্ডার আবদুল সামাদের । তাঁর হাতে ক্যাপ তুলে দেন হায়দরাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার । ঋদ্ধিমান সাহার পরিবর্তে সামাদকে নামানো হয় । মহম্মদ নবির পরিবর্তে নামেন কেন উইলয়ামসন । অন্যদিকে দিল্লির প্রথম একাদশে একটিই পরিবর্তন হয় । আবেশ খানের পরিবর্তে ইশান্ত শর্মাকে রাখা হয় ।

ABOUT THE AUTHOR

...view details