পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

তেওয়াটিয়ার 5 ছক্কায় ঘুরল ম্যাচ, সর্বোচ্চ রান তাড়া করে জয় রাজস্থানের - KXIP vs RR

বলা হয় টি-20 ক্রিকেটে এক ওভারে ম্যাচের ভাগ্য বদল হয়ে যেতে পারে ৷ এদিন তা ফের দেখা গেল ৷ 17 তম ওভার পর্যন্ত যে ম্যাচ মনে হচ্ছিল শামি, কাটরেলদের দখলে, ওই একটা ওভারেই ঘুরে গেল পুরো ম্যাচটা ৷

রাহুল তেওয়াটিয়া
রাহুল তেওয়াটিয়া

By

Published : Sep 28, 2020, 12:29 AM IST

শারজা, 27 সেপ্টেম্বর : রাহুল তেওয়াটিয়া ৷ নামটা কয়েকদিন আগে পর্যন্ত ক্রিকেট সার্কিটে অজানা ছিল ৷ হরিয়ানার সিহি শহরের বছরের সাতাশের ছেলেটা যে ইন্ডিয়ান সুপার লিগে মঞ্চে একটা হারা ম্যাচে জয় তুলে আনবেন, তা হয়ত কেউ ভাবেননি ৷ তাঁর 31 বলে 53 রানের ইনিংসটি টি-20 ক্রিকেটে একটা সাধারণ ক্যামিও বলে গুলিয়ে ফেললে চলবে না ৷ ম্যাচের 18তম ওভারে পঞ্জাবের অন্যতম সেরা পেসার শেলডন কাটরেলকে মারলেন 5টি বিশাল ছক্কা ৷ আর ওই একটা ওভারেই পঞ্জাবের হাত থেকে ম্যাচ ছিনিয়ে নিল রাজস্থান রয়্যালস ৷ 19 তম ওভারে শামির বলে আউট হওয়ার আগেও তেওয়াটিয়া মারলেন আরও একটি ছক্কা ৷

বলা হয় টি-20 ক্রিকেটে এক ওভারে ম্যাচের ভাগ্য বদল হয়ে যেতে পারে ৷ এদিন তা ফের দেখা গেল ৷ 17 তম ওভার পর্যন্ত যে ম্যাচ মনে হচ্ছিল শামি, কাটরেলদের দখলে, ওই একটা ওভারেই ঘুরে গেল পুরো ম্যাচটা ৷ কাটরেলের ওই ওভার শুরুর আগে পর্যন্ত তেওয়াটিয়ার স্ট্রাইকরেট ছিল মাত্র 60 ৷ সেই তেওয়াটিয়াই যখন শেষ করলেন তখন তাঁর স্ট্রাইকরেট 170 ৷ রাজস্থান রয়্যালস বরাবরই নতুন তারকাদের তুলে আনে ৷ রাহুল তেওয়াটিয়ার মধ্য দিয়ে রাজস্থান যেন ফের এক নতুন তারকাকে জন্ম দিল ৷

দুরন্ত তেওয়াটিয়া

তবে রান তাড়া করতে নেমে যে ভিতের উপর দাঁড়িয়ে রাহুল, আর্চাররা রাজস্থানের হয়ে ম্যাচ বের করে আনলেন তা অবশ্যই স্টিভ স্মিথ, সঞ্জু স্যামসনের তৈরি করা ৷ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ও সঞ্জু স্যামসন যেন একে অপরের পরিপূরক ৷ শারজাতেও তার ব্যতিক্রম ঘটল না ৷ চেন্নাই সুপার কিংসদের বিরুদ্ধে খেলেছিলেন 32 বলে 74 রানের ইনিংস ৷ আর এদিন খেললেন 42 বলে 85 রানের ইনিংস ৷ টুর্নামেন্টে অন্যতম সেরা বোলিং অ্যাটাককে আজ তিনি ভোঁতা করে দিলেন ৷ তাঁকে যোগ্য সংগত দিলেন স্টিভ স্মিথ ৷ করলেন 27 বলে 50 রান ৷

অপ্রতিরোধ্য সঞ্জু

এই শারজাতেই 1998 সালে শতরান করে অস্ট্রেলিয়ার মুখের গ্রাস কেড়ে এনেছিলেন সচিন তেন্ডুলকর ৷ কিন্তু এদিন ময়ঙ্ক আগরওয়ালের শতরান বৃথা গেল ৷ কাজে এল না চলতি টুর্নামেন্টে সর্বোচ্চ পার্টনারশিপ ৷ চলতি টুর্নামেন্টের সর্বোচ্চ রান গড়েও হারতে হল কিংস ইলেভেন পঞ্জাবকে ৷ আগের ইনিংসের যেখানে শেষ করেছিলেন রাহুল, আজ সেখান থেকেই শুরু করলেন ৷ ব্যাঙ্গালোর ম্যাচে একার হাতেই ডেইল স্টেইনদের দাপট শেষ করে দিয়েছিলেন ৷ আজকের ম্যাচ ছিল আগের ম্যাচের অ্যাকশন রিপ্লে ৷ যদি ধারাবাহিকতার কথা ধরা হয় তাহলে দুই ম্যাচ মিলিয়ে 201 রান পর থামলেন রাহুল ৷ অন্যদিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিজের প্রথম শতরান করলেন ময়ঙ্ক আগরওয়াল ৷ একই সঙ্গে শারজা ক্রিকেট স্টেডিয়ামে পর পর দুই ম্যাচে শতরান করলেন দুই পঞ্জাব ওপেনার ৷ কিন্তু তা সত্ত্বেও ম্যাচ হারতে হল রাহুল, শামিদের ৷

রেকর্ড পার্টনারশিপ

অতীতেও একাধিক রেকর্ডের সাক্ষী থেকেছে শারজা ক্রিকেট স্টেডিয়াম ৷ এদিনও তার ব্যতিক্রম হল না ৷ 13 তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এখনও পর্যন্ত সবথেকে সফল ওপেনিং জুটি রাহুল ও ময়ঙ্ক ৷ পাওয়ার প্লেতে চলতি IPL-র সর্বাধিক 60 রান করলেন দুই পঞ্জাব ওপেনার ৷ এর আগে মুম্বইয়ের দখলে ছিল সেই রেকর্ড ৷ এছাড়া এবারের IPL-র সর্বাধিক রানের পার্টনারশিপও গড়লেন রাহুল ও ময়ঙ্ক ৷ সর্বোপরি একই দিনে চলতি টুর্নামেন্টে দুবার সর্বাধিক রান করল দলগুলি ৷ প্রথমে কিংস ইলেভেন পঞ্জাব করল 223 রান, যা চলতি টুর্নামেন্টে সর্বাধিক ছিল ৷ কিন্তু সেই রান তাড়া করে ম্যাচ জিতে চলতি টুর্নামেন্টে সর্বাধিক 226 রান করল রাজস্থান রয়্যালস ৷ এছাড়া IPL-র ইতিহাসে সর্বাধিক রান তাড়া করে জেতার ম্যাচও এটি ৷

ময়ঙ্কের শতরান

এদিন পঞ্জাবের কোনও বোলারই দাগ কাটতে পারলেন না ৷ মহম্মদ শামি 3টি উইকেট নিলেন ঠিকই, কিন্তু খরচ করলেন 53 রান ৷ অন্যদিকে 3 ওভারে কটরেল দিলেন 52 রান ৷ বর্তমানে 7টি উইকেট নিয়ে বেগুনি টুপি শামির মাথাতেই ৷ তবে তিনি ভুলতে চাইবেন আজকের দিনটা ৷ অন্যদিকে অপ্রতিরোধ্য রাজস্থান ম্যাচ জেতার পাশাপাশি রাহুল তেওয়াটিয়ার নামে এক নতুন তারকার জন্ম দিল ৷

ধারাবাহিক রাহুল

ABOUT THE AUTHOR

...view details