দুবাই, 19 অক্টোবর : কয়েকটি ম্যাচে প্রথমে ব্যাট করে জিতেছে দিল্লি ক্যাপিট্যালস ৷ টুর্নামেন্টের দ্বিতীয়ার্ধে তাই শ্রেয়সের দলের টার্গেট রান তাড়া করে জেতা ৷ সোমবার একথা বলেন দিল্লি ক্যাপিট্যালসের সহকারী কোচ মহম্মদ কাইফ ৷
9 ম্যাচে 7টিতে জয় ৷ যে 2টি ম্যাচে তারা হেরেছে তার মধ্যে সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে ৷ দুবাই ইন্টারন্যাশরনাল ক্রিকেট স্টেডিয়ামে সানরাইজ়ার্স হায়দরাবাদের 163 রান তাড়া করতে নেমে 15 রানে ম্যাচ হারে শ্রেয়স আইয়ারের দিল্লি ক্যাপিটালস ৷ যদিও শনিবার শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসের দেওয়া 180 রান তাড়া করে যেতে ধাওয়ান, শ্রেয়সরা ৷
কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে নামার আগে দলের সহকারী কোচ কাইফ বলেন, ‘‘ এখন আমরা খুবই খুশি ৷ আমরা রান তাড়া করতে নেমে প্রথম ম্যাচেই হেরেছিলাম সানরাইজ়ার্স হায়দরাবাদের কাছে ৷ 163 রান তাড়া করে জিততে পারিনি ৷ কিন্তু পরের ম্যাচেই ফিরে আসি ৷ CSK-র বিরুদ্ধে 180 রান তাড়া করে আমরা জিতেছি ৷ কিন্তু এটা কঠিন ছিল ৷’’
তিনি আরও বলেন, ‘‘চলতি টুর্নামেন্টে আমরা ভালো রান তাড়া করতে পারিনি ৷ আমরা রান ডিফেন্ড করছিলাম ৷ আমাদের বোলাররা এখনও পর্যন্ত দুরন্ত বোলিং করেছে ৷’রান তাড়া করার সময় আমরা সেই ধারাবাহিকতা দেখাতে পারিনি ৷ এখন আমরা রান তাড়া করায় ধারাবাহিকতা আনতে চাই ৷" তিনি বলেন, ‘‘IPL-এর মতো টুর্নামেন্ট জিততে তোমাকে সবদিকে দক্ষ হতে হবে ৷ যদি প্রথমে ব্যাট কর তাহলে বোর্ডে বড় রান করতে হবে ৷ যেটা আমরা এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত করে চলেছি ৷ কিন্তু পরে ব্যাট করলে তোমাকে টার্গেটকে তাড়া করতে হবে ৷ এবং এই শক্তিটাই আমরা অর্জন করতে চাই ৷ যাতে আমরা টস হেরে গেলেও বড় রান তাড়া করে জিততে পারি ৷’’