আবুধাবি, 10 অক্টোবর : পরপর দুই ম্যাচে হারের মুখ থেকে জয় ছিনিয়ে এনেছে কলকাতা নাইট রাইডার্স ৷ আর এর পরই অধিনায়ক দীনেশ কার্তিককে ফের ভরসা করতে শুরু করেছে নাইট সমর্থকরা ৷ এদিন অধিনায়কত্বের পাশিপাশি ব্যাটেও রান পেলনে কার্তিক ৷ নিদাহাস ট্রফির ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে শেষ বলে ছক্কা মেরে ম্যাচ জেতানো কার্তিক জাতীয় দলে পাকাপাকিভাবে কোনও দিনই জায়গা করে নিতে পারেননি ৷ কিন্তু KKR অধিনায়ক হিসেবে দলের প্রয়োজনে আজকের ইনিংসটা অনেক সমর্থকের মনে পাকাপাকিভাবে জায়গা করে নিল৷
পরিস্থিতি একই ছিল ৷ সেদিন বাংলাদেশের বিরুদ্ধে জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল 4 রান ৷ অন্যদিকে আজ কলকাতার বিরুদ্ধে ম্যাচ ড্র করার জন্য পঞ্জাবের দরকার ছিল 6 রান ৷ সেদিনের দীনেশ কার্তিক ছয় মেরে ম্যাচ জিতিয়েছিলেন ৷ কিন্তু আজ গ্লেন ম্যাক্সওয়েল পারলেন না ৷ কয়েক ইঞ্চির জন্য তাঁর নেওয়া শট ছক্কা হল না ৷ ম্যাচ হারতে হল কিংস ইলেভেন পঞ্জাবকে ৷