পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

রাজস্থানকে 13 রানে হারিয়ে শীর্ষে দিল্লি - আইপিএল 2020

ম্যাচের দ্বিতীয়ার্ধে পিচ মন্থর হতে পারে ৷ রান তোলা মুশকিল হবে, এই ভাবনা থেকেই দুবাইয়ে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন দিল্লি অধিনায়ক শ্রেয়স ৷ দলে একটি পরিবর্তন করে দিল্লি ৷ হর্ষল প্যাটেলের পরিবর্তে অভিষেক হয় তুষার দেশপাণ্ডের ৷

বেন স্টোকস
বেন স্টোকস

By

Published : Oct 15, 2020, 12:02 AM IST

দুবাই, 14 অক্টোবর : একটি দলের টার্গেট ছিল ম্যাচে জয় তুলে নিয়ে প্রথম চারে নিজেদের জায়গা আরও পাকা করে নেওয়া ৷ অন্য দলের এটি আবার বদলার ম্যাচ ৷ একটি দল পয়েন্ট টেবিলের দুই নম্বর স্থানে তো অন্য দল বর্তমানে 7 নম্বরে ৷ এই পরিস্থিতিতে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিট্যালস ও রাজস্থান রয়্যালস ৷ সেখানেই স্টিভ স্মিথের দলকে 13 রানে হারল শ্রেয়স আইয়ার ব্রিগেড ৷

162 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুটা ভালোই করেছিল রাজস্থান । তৃতীয় ওভারের শেষ বলে জস বাটলার যখন আউট হলেন, তখন স্কোরবোর্ডে 37 রান উঠে গেছে । মাত্র 9 বলে 22 রান করেন বাটলার । এরপর অধিয়ানক স্টিভ স্মিথ 1 রান করে ফিরে গেলেও দলকে টানছিলেন বেন স্টোকস । দারুণ সঙ্গ দিচ্ছিলেন সঞ্জু স্যামসন । কিন্তু, এই দুই ব্যাটসম্যান ফিরে যাওয়ার পর ঘুরে দাঁড়ায় দিল্লি । একদিকে রবীন উত্থাপা দলকে টানার চেষ্টা করলেও তাঁকে তেমন কেউ সঙ্গ দিতে পারলেন না । শেষপর্যন্ত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 148 রান তোলে রাজস্থান ।

বেন স্টোকস

ম্যাচের দ্বিতীয়ার্ধে পিচ মন্থর হতে পারে ৷ রান তোলা মুশকিল হবে, এই ভাবনা থেকেই দুবাইয়ে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন দিল্লি অধিনায়ক শ্রেয়স ৷ দলে একটি পরিবর্তন করে দিল্লি ৷ হর্ষল প্যাটেলের পরিবর্তে অভিষেক হয় তুষার দেশপাণ্ডের ৷

দিল্লি ক্যাপিট্যালস

তবে অধিনায়কের সিদ্ধান্তের মর্যাদা দিতে পারেননি ওপেনার পৃথ্বী শ ৷ জোর্ফে আর্চারের প্রথম বলেই বোল্ড হয়ে ফেরেন তিনি ৷ গতির বিরুদ্ধে দিল্লি ওপেনারের দুর্বলতা ফের প্রকট হল ৷ তাঁর উইকেট নিয়েই বিহুর তালে কোমর দোলাতে দেখা গেল আর্চারকে ৷ নিজের দ্বিতীয় ওভারে ফের আঘাত হানেন ইংলিশ পেসার ৷ তুলে নেন অভিজ্ঞ আজিঙ্কা রাহানেকে ৷ কিন্তু তারপরই ইনিংসের হাল ধরেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান, শ্রেয়স আইয়ার ও শিখর ধাওয়ান ৷ দু’জনের 85 রানের পার্টনারশিপ দলকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দেয় ৷ শ্রেয়স গোপালের বলে কার্তিক ত্যাগীর হাতে ক্যাচ দেন শিখর ৷ ততক্ষণে 33 বলে 57 রান করেন তিনি ৷ অন্যদিকে দিল্লি অধিনায়ক শ্রেয়স আইয়ার করলেন 43 বলে 53 রান ৷

শ্রেয়স ও ধাওয়ান

তবে দলের বাকি ব্যাটসম্যানরা দাগ কাটতে পারলেন না ৷ স্টইনিস করলেন 18 রান ৷ অ্যালেক্স ক্যারির সংগ্রহ 14 রান ৷ অক্সর প্যাটেল করলেন 7 রান ৷ নির্ধারিত 20 ওভারে 161 রান বোর্ডে তোলে দিল্লি ক্যাপিট্যালস ৷

রাজস্থান বোলারদের হয়ে ফের দুরন্ত জোর্ফে আর্চার ৷ 4 ওভারে 3 উইকেট নিলেন ৷ খরচ করলেন মাত্র 19 রান ৷ জয়দেব উনাদকাট নিলেন 3 উইকেট ৷ এছাড়া কার্তিক ত্যাগী ও শ্রেয়স গোপাল নিলেন একটি করে উইকেট ৷

জোর্ফে আর্চার

এই ম্যাচ জয়ের ফলে পয়েন্ট টেবিলে এক নম্বরে উঠে এল দিল্লি । 8 ম্যাচে তাদের পয়েন্ট 12 । আর 8 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে 7 নম্বরেই রইল রাজস্থান ।

ABOUT THE AUTHOR

...view details