আবু ধাবি, 2 নভেম্বর : প্লে অফে দিল্লি ৷ ম্যাচ হেরেও প্লে অফে RCB-ও ৷ আবুধাবিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে 6 উইকেটে হারিয়ে প্লে অফের রাস্তা পাকা করল শ্রেয়স আইয়ারের দল ৷ ব্যাঙ্গালোরকে 152 রানে আটকে রেখে ব্যাটসম্যানদের কাজ সহজ করে দেন বোলাররা ৷ তবে ব্যাটে দুরন্ত পারফর্ম করেন অজিঙ্কা রাহানে ও শিখর ধাওয়ান ৷
মাত্র 152 রান তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় দিল্লি ক্যাপিটালস ৷ ওপেনার পৃথ্বী শ ফেরেন মাত্র 9 রান করে ৷ দ্বিতীয় ওভারেই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় DC ৷ তবে তারপর ইনিংসের হাল ধরেন দিল্লির দুই অভিজ্ঞ ক্রিকেটার, শিখর ধাওয়ান ও অজিঙ্কা রাহানে ৷ মূলত এই দুজনের ব্যাটে ভর করেই জয়ের দোরগোড়ায় পৌঁছে যায় দিল্লি ৷
পরপর দুটি ম্যাচে শতরানের পর হঠাৎ ছন্দপতন ৷ পরপর দুই ম্যাচে রানের খাতাই খুলতে পারেননি দিল্লির গব্বর ৷ তবে আজ ফের ফিরলেন সমহিমায় ৷ খেললেন 54 রানের ইনিংস৷ অন্যদিকে বহুদিন রানে ছিলেন না ৷ সমালোচনার শিকারও হতে হয়েছিল ৷ তবে গুরুত্বপূর্ণ দিনে ম্যাজিক দেখালেন অজিঙ্কা রাহানে ৷ 46 বলে খেললেন 60 রানের ইনিংস ৷ তবে আজ ব্যর্থ শ্রেয়স আইয়ার ৷ করলেন মাত্র 7 রান ৷ অন্যদিকে ঋষভ পন্থ ও মার্কাস স্টইনিস বাকি কাজটা সারলেন ৷ 6 বল বাকি থাকতেই ম্যাচ ঘরে তুলল দিল্লি ৷
ব্যাঙ্গালোর বোলারদের মধ্যে ভালো বোলিং করলেন শাহবাজ আহমেদ ৷ নিলেন 2টি উইকেট ৷ মহম্মদ সিরাজ ও ওয়াশিনটং সুন্দর নিলেন একটি করে উইকেট ৷