পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

200 পেরোল 2 দলই, KKR-কে 18 রানে হারাল দিল্লি - শিখর ধাওয়ান

প্রথমে ব্যাট করে দিল্লি ক্যাপিটালস করল 228 রান । 18 রান দূরে থামল KKR-র ইনিংস । 38 বলে 88 রান করে ম্যাচের সেরা হলেন দিল্লি অধিনায়ক শ্রেয়স আইয়ার ।

দিল্লি ক্যাপিট্যালস
দিল্লি ক্যাপিট্যালস

By

Published : Oct 4, 2020, 12:28 AM IST

শারজা, 3 অক্টোবর : ছোটো মাঠ । রানের ঝড় উঠবে । খেলা শুরুর আগে বিশেষজ্ঞদের এই বিশ্লেষণ প্রতিফলিত হল মাঠে । দুই দলই 200-র বেশি রান করল । কিন্তু, শেষ হাসি হাসল দিল্লি ক্যাপিটালস ।

ছোটো মাঠে রান তাড়া করা সুবিধের । এই ভাবনা থেকে আজ টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন KKR অধিনায়ক দীনেশ কার্তিক । ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকেন দিল্লির দুই ওপেনার । শিখর ধাওয়ানের চেয়েও বেশি মারমুখী ছিলেন পৃথ্বী শ । ষষ্ঠ ওভারের পঞ্চম বলে শিখর যখন আউট হলেন, দিল্লির স্কোরবোর্ডে তখন 55 রান উঠে গেছে ।

শিখর আউট হলেও দিল্লির রানের গতি কমেনি । বরং বেড়ে যায় । শুরু থেকেই বাউন্ডারির বাইরে বল পাঠাতে শুরু করেন দিল্লির অধিনায়ক শ্রেয়স আইয়ার । কে কত দ্রুত রান করতে পারবে, তা নিয়ে যেন পৃথ্বী ও আইয়ারের মধ্যে লড়াই শুরু হয় । শেষপর্যন্ত 41 বলে 66 রান করে আউট হন পৃথ্বী ।

আইয়ারকে সংগত দিতে আসেন ঋষভ পন্থ । ব্যাটসম্যানের নাম বদল হওয়া ছাড়া রানের গতিতে কোনও পরিবর্তন হল না । ব্যাটিংয়ে ঝড় তুললেন আইয়ার ও পন্থ । 17 বলে 38 রান করে আউট হলেন পন্থ । শেষপর্যন্ত 38 বলে 88 রান করে অপরাজিত রইলেন দিল্লির অধিনায়ক । 20 ওভারে 4 উইকেট হারিয়ে 228 রান করল দিল্লি ।

জিততে হলে IPL-র সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়তে হবে । এই অবস্থায় KKR-র ওপেনিং জুটি মাঠে নামে । শুভমন গিল ও সুনীল নারাইন । এবারের IPL-এ ব্যাটিংয়ে এখনও পর্যন্ত কিছু করতে পারেননি নারাইন । তারপরও তাঁকে কেন ওপেনিংয়ে নামানো হচ্ছে, সেই প্রশ্ন উঠেছে । আজ রাহুল ত্রিপাঠী থাকতে কেন সুনীল নারাইনকে ওপেনিংয়ে, KKR-র ইনিংসের শুরুতেই এই প্রশ্ন তোলেন বিশেষজ্ঞরা ।

নারাইন যে ফর্মের ধারেকাছে নেই, আজও তা বোঝা গেল । 5 বল খেলে করলেন 3 রান । অন্য ওপেনার শুভমন গিল করলেন 22 বলে 28 রান । কিন্তু, 228 রান তাড়া করতে নেমে যে খেলা দরকার, তা তাঁর কাছ থেকে পাওয়া গেল না । বরং তিন নম্বরে নেমে দিল্লিকে জবাব দিলেন নীতীশ রানা । 35 বলে করলেন 58 রান ।

আন্দ্রে রাসেলের ব্যাটিং অর্ডার নিয়ে নানা আলোচনা হয় । তাঁকে শুরুতে নামানোর দাবি অনেকদিন থেকেই উঠেছে । আজ তাঁকে চার নম্বরে নামালেন কার্তিক । কিন্তু, আশা জাগিয়েও বিশেষ সুবিধা করতে পারলেন না ক্যারিবিয়ান এই পাওয়ার হিটার । একটি ছয় ও একটি চারের সাহায্যে 8 বলে 13 রান করলেন । অধিনায়ক দীনেশ কার্তিক নামলেন পাঁচ নম্বরে । দলকে জেতাতে অধিনায়কোচিত ইনিংস দরকার ছিল । কিন্তু, 8 বল খেলে 6 রান করলেন তিনি ।

KKR হারছে বলে একপ্রকার সবাই যখন ধরে নিয়েছে, পালটা লড়াই দিলেন ইয়ান মরগ্যান ও রাহুল ত্রিপাঠী । তাঁদের ধুন্ধুমার ব্যাটিংয়ে জয়ের আশাও জাগে KKR সমর্থকদের মনে । কিন্তু, 18 বলে 44 করে আউট হন মরগ্যান । আর 16 বলে 36 রান করে প্যাভিলিয়নে ফেরেন রাহুল । শেষপর্যন্ত 20 ওভারে 8 উইকেটে 210 রান করে KKR ।

রাহুলের বিধ্বংসী ব্যাটিং দেখার পর প্রশ্ন উঠছে, তাঁকে ওপেনিংয়ে পাঠালে কি ফল অন্যরকম হতে পারত ? পরের ম্যাচেও কি ওপেনিংয়ে নামবেন নারাইন ? উত্তরের জন্য অপেক্ষা করতে হবে KKR-র পরের ম্যাচ পর্যন্ত ।

ABOUT THE AUTHOR

...view details