পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

নারাইনের পরিবর্তে গ্রিন, রয়েছে সন্দেহজনক বোলিং অ্য়াকশনের ইতিহাস - বিগ ব্য়াশে

মুম্বইয়ের বিরুদ্ধে KKR-র হয়ে অভিষেক করেছেন ক্রিস গ্রিন ৷ তবে, তাঁকেও অতীতে সন্দেহজনক বোলিং অ্য়াকশনের জন্য় 3 মাস মাঠের বাইরে কাটাতে হয়েছে ৷ এ বছর জানুয়ারি মাসে অস্ট্রেলিয়ার টি-20 লিগ বিগ ব্য়াশে আম্পায়াররা তাঁর বিরুদ্ধে সন্দেহজনক বোলিং অ্য়াকশনের অভিযোগ এনেছিলেন ৷

ipl-2020-chris-green-brought-in-for-narine-also-has-history-of-suspect-action
নারাইনের পরিবর্তে গ্রিন, রয়েছে সন্দেহজনক বোলিং অ্য়াকশনের ইতিহাস

By

Published : Oct 17, 2020, 8:12 PM IST

আবুধাবি 17 অক্টোবর : সুনীল নারাইনের পরিবর্ত হিসেবে কলকাতা নাইট রাইডার্স ম্য়ানেজমেন্ট দলে নিয়েছে অজি ক্রিকেটার ক্রিস গ্রিনকে ৷ শুক্রবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মুম্বইয়ের বিরুদ্ধে KKR-র হয়ে IPL-এ অভিষেক করেছেন ক্রিস গ্রিন ৷ তবে, যে কারণে ক্য়ারিবিয়ান নারাইনকে বসিয়ে, ক্রিসকে দলে নেওয়া ৷ সেই এক সমস্য়া রয়েছে অজি ক্রিস গ্রিনের ক্ষেত্রেও ৷ পঞ্জাবের বিরুদ্ধে সুনীল নারাইনের বোলিং অ্য়াকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা ৷ যারপর থেকেই লাগাতার দুই ম্য়াচে নারাইনকে বসিয়ে রেখেছে KKR. তবে, শুক্রবার দ্বিতীয় স্পিনার হিসেবে ক্রিস গ্রিনকে খেলানো হয় ৷ এই ক্রিস গ্রিনের বিরুদ্ধেও, সন্দেহজনক বোলিং অ্য়াকশনের অভিযোগ উঠেছিল এর আগে ৷

নারাইনের পরিবর্তে গ্রিন, রয়েছে সন্দেহজনক বোলিং অ্য়াকশনের ইতিহাস

এ বছর জানুয়ারি মাসে বিগ ব্য়াশে বোলিং করার সময় ক্রিসের বোলিং নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা ৷ যারপরেই অস্ট্রেলিয়ার জাতীয় ক্রিকেট অ্য়াকাডেমিতে বোলিং অ্য়াকশনের পরীক্ষা হয় তাঁর ৷ সেখানে ICC-র বোলিং অ্য়াকশনের নিয়ম অনুযায়ী, ক্রিসের বোলিংকে অবৈধ ঘোষণা করা হয় ৷ ফলে তিন মাসের জন্য় তাঁর বোলিংয়ে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছিল ৷ এবার সেই ক্রিসকেই বিকল্প হিসেবে ব্য়বহার করছে নাইটরা ৷ গত বছর ডিসেম্বরে ক্রিস গ্রিনকে 20 লাখ টাকার বেস প্রাইজ দিয়ে দলে নিয়েছিল KKR । ক্রিস ছাড়াও নাইটদের দলে স্পিনার হিসেবে খেলছেন তামিলনাড়ুর মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী ৷ এছাড়া নাইটদের হাতে আর তেমন বিকল্প স্পিনিং অপশন আর নেই বলেই মত ক্রিকেট বিশেষজ্ঞদের ৷ জাতীয় দলে খেলা কুলদীপ যাদবও এ মুহূর্তে তাঁর সেরা ফর্মে নেই ৷ ফলে IPL-এর তেরো নম্বর সিজনে ভালো স্পিনারের অভাব টের পাচ্ছে নাইট শিবির ৷

অভিষেক ম্য়াচে নেমে তেমন সফলও হতে পারেননি KKR-র বিদেশি কোটার স্পিনার ৷ তাঁর আইপিএলে করা প্রথম বলেই রোহিত শর্মা বাউন্ডারি হাঁকান ৷ তবে, তাঁর প্রথম বলে স্পিনের কোনও ঝলক দেখা যায়নি ৷ স্লো মিডিয়াম পেসারের মতো সুইং দেখা যায় ৷ তবে, IPL অভিষেকে ক্রিস গ্রিনের খাতায় উইকেট আসলেও আসতে পারতো ৷ যদি না ম্য়াচের শেষের দিকে বরুণ চক্রবর্তী ক্রিসের বলে ওঠা ক্য়াচ মাটিতে না ফেলতেন ৷

ABOUT THE AUTHOR

...view details