পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

আবু ধাবিতে গেইল ঝড়, রাজস্থানকে 186 রানের টার্গেট দিল পঞ্জাব - রাজস্থান রয়্যালস

রাজস্থান রয়্যালসকে এই ম্যাচ জিততেই হবে ৷ না হলে টুর্নামেন্ট থেকে বাইরে চলে যেতে হবে স্মিথ বাহিনীকে ৷ এমন পরিস্থিতিতে খেলতে নেমে টস জিতে পঞ্জাবকে প্রথমে ব্যাট করতে ডাকে রাজস্থান রয়্যালস অধিনায়ক ৷

ক্রিস গেইল
ক্রিস গেইল

By

Published : Oct 30, 2020, 9:47 PM IST

আবু ধাবি, 30 অক্টোবর : মরুদেশে গেইল ঝড় ৷ 6টি চার ও 8টি ছয়ের সাহায্যে 63 বলে 99 রানের ইনিংস খেলেন তিনি ৷ তাঁর ব্যাটে ভর করে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নির্ধারিত 20 ওভারে 4 উইকেটে 185 রান তোলে কিংস ইলেভেন পঞ্জাব ৷

রাজস্থান রয়্যালসকে এই ম্যাচ জিততেই হবে ৷ না হলে টুর্নামেন্ট থেকে বাইরে চলে যেতে হবে স্মিথ বাহিনীকে ৷ এমন পরিস্থিতিতে খেলতে নেমে টস জিতে পঞ্জাবকে প্রথমে ব্যাট করতে ডাকে রাজস্থান রয়্যালস অধিনায়ক ৷

শুরুতেই মণদীপ সিংয়ের উইকেট নিয়ে পঞ্জাবকে বড় ধাক্কা দেয় জোফ্রে আর্চার ৷ কিন্তু ইনিংস সামলে নেন ক্রিস গেইল ও লোকেশ রাহুল ৷ দু’জনে 120 রানের পার্টনারশিপ গড়েন ৷ ব্যক্তিগত 46 রানে স্টোকসের বলে রাহুল তেওয়াটিয়ার হাতে ক্যাচ দিয়ে ফেরেন লোকেশ রাহুল ৷ কিন্তু অন্যদিকে সচল থাকে গেইলের ব্যাট ৷

প্রথমে নিকোলাস পুরাণকে সঙ্গী করে ইনিংস এগিয়ে নিয়ে যান ইউনিভার্সাল বস ৷ দু’জনে 41 রানের পার্টনারশিপ গড়েন ৷ 10 বলে 22 রানের ক্যামিও ইনিংস খেলেন নিকোলাস পুরাণ ৷ গেইল ফেরেন ইনিংসের শেষ ওভারে ৷ মাত্র 1 রানের জন্য শতরান হাতছাড়া করেন তিনি ৷ মাঠের মধ্যেই হতাশা প্রকাশ করতে দেখা গেল তাঁকে ৷ আজ আরও একটি রেকর্ড গড়েন তিনি ৷ প্রথম ক্রিকেটার হিসেবে টি-20 ক্রিকেটে 1 হাজারটি ছয় মারলেন তিনি ৷

রাজস্থান রয়্যালসের হয়ে দুটি করে উইকেট তুলে নেন জোফ্রে আর্চার ও বেন স্টোকস ৷ 4 ওভারে আর্চার খরচ করলেন 26 রান ৷ স্টোকস দিলেন 32 রান ৷ বাকি কোনও বোলারই দাঁড়াতে পারলেন না ৷ জয়ের জন্য রাজস্থান রয়্যালসের প্রয়োজন 186 রান ৷

ABOUT THE AUTHOR

...view details