দুবাই, 15 অক্টোবর : টি-20 ক্রিকেটে ওয়াইড বল ও কোমরের উপর ফুল টস বল রিভিউ নেওয়ার ক্ষমতা থাকা দরকার অধিনায়কদের ৷ এমনটাই মত বিরাট কোহলির ৷
বুধবার ইনস্টাগ্রাম চ্যাটে লোকেশ রাহুলকে কোহলি বলেন, ‘‘ অধিনায়ক হিসেবে আমি চাইব আমার কাছে ওয়াইড বল নিয়ে আম্পায়ারের ভুল সিদ্ধান্ত রিভিউ করার ক্ষমতা থাকুক ৷ এছাড়া কোমরের উপর ফুল টস বলের জন্যও রিভিউ থাকা দরকার ৷ আমরা জানি IPL-এর মতো দ্রুত গতির টুর্নামেন্টে এই ছোটো ছোটো সিদ্ধান্ত কীভাবে প্রভাব ফেলতে পারে ৷’’
চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচে হায়দরাবাদ ইনিংসের 19 তম ওভারে আম্পায়ার পল রাইফেল একটি বলে ওয়াইড দেওয়ার জন্য হাত তুলতে থাকেন ৷ কিন্তু উইকেটের পিছনে ধোনি ও বোলার শার্দুল ঠাকুর দুজনেই এই সিদ্ধান্ত নিয়ে তাঁদের হতাশা প্রকাশ করেন ৷ ধোনিকে দেখে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেন আম্পায়ার ।