দুবাই, 20 সেপ্টেম্বর : শুরু হয়ে গেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2020 ৷ প্রথম ম্যাচেই অভিজ্ঞতা টেক্কা দিয়েছে তারুণ্যকে ৷ তাই দিল্লি ক্যাপিটালস কোচ রিকি পন্টিং মনে করছেন তরুণ দিল্লি দলে আজিঙ্কা রাহানের অভিজ্ঞতা ক্যাপিটালসদের শক্তি বাড়াবে ৷ তাঁর মতে রাহানের অন্তর্ভুক্তি দলের ব্যাটিংয়ের গভীরতা বাড়াবে । কিন্তু তিনি এটাও মনে করিয়ে দিতে চান, রাহানের আগমনে দলের মধ্যে একটি স্বাস্থ্যকর প্রতিযোগিতা শুরু হয়েছে ।
গতবছর প্রতিযোগিতায় তৃতীয় স্থানে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস । আজ তারা 2020 সালের টুর্নামেন্ট শুরু করছে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে । তার আগে কোচ পন্টিং ও অধিনায়ক শ্রেয়াস আইয়ার বলছেন, রাহানে ও অশ্বিন তরুণ দলে অভিজ্ঞতার সঞ্চার করেছেন ।
তবে রাহানের প্রশংসা করলেও প্রথম এগারোয় তাঁর সুযোগ পাওয়া নিয়ে মুখ খোলেননি পন্টিং । সম্ভবত প্রথম ম্যাচে দলের বাইরেই থাকতে হতে পারে ভারতের টেস্ট দলের সহ অধিনায়ককে । কারণ দিল্লির প্রথম পাঁচ ব্যাটসম্যান প্রায় পাকা । ওপেন করবেন শিখর ধাওয়ান ও পৃথ্বী শ । তিনে শ্রেয়স, চারে পান্থ ও পাঁচে শিমরান হেটমায়ার । এছাড়া দুরন্ত ফর্মে থাকা অ্যালেক্স ক্যারিও পন্টিংয়ের চিন্তাভাবনার মধ্যে আছেন ।