শারজা, 31 অক্টোবর : নতুন পালক এবি ডেভিলিয়ার্সের মুকুটে ৷ প্রথম দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার হিসেবে টি-20 ক্রিকেটে 9 হাজার রান করলেন তিনি ৷ আজ সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে এই কৃতিত্ব অর্জন করলেন মিস্টার 360 ডিগ্রি ৷
টি-20 ক্রিকেটে সর্বোচ্চ রানশিকারিদের তালিকায় বর্তমানে ডেভিলিয়ার্স আছেন অষ্টম স্থানে ৷ তালিকায় সবার উপরে আছেন ক্যারিবিয়ান ক্রিকেটার ক্রিস গেইল ৷ 410 ম্যাচে তাঁর রান 13 হাজার 572 ৷ তাঁর পরেই আছেন কাইরন পোলার্ড ৷ তাঁর মোট রান 10 হাজার 425 ৷ তৃতীয় স্থানে 10 হাজার 145 রান করে আছেন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক ৷ ভারত থেকে বিরাট কোহলি আছেন ষষ্ঠ স্থানে ৷ ভারত অধিনায়কের মোট টি-20 রান 9 হাজার 324 ৷