শারজা, 16 অক্টোবর : চেস মাস্টার থেকে কিং কোহলি, ভারত অধিনায়কের নামের সঙ্গে বহু এমন বিশেষণ জুড়ে দেওয়া হয়েছে ক্রিকেট বিশেষজ্ঞদের তরফে ৷ এবার সেই তালিকায় আরও একটি নামের অন্তর্ভুক্তি হতেই পারে ৷ তা হল রেকর্ড ব্রেকিং কোহলি ৷ আরও একটি রেকর্ড গড়লেন IPL-এর মাঠে ৷ একই ফ্র্য়াঞ্চাইজ়ির হয়ে সর্বোচ্চ 200 ম্য়াচ খেলার রেকর্ড গড়েছেন তিনি ৷
বৃহস্পতিবারই কিংস ইলেভেন পঞ্জাবের সঙ্গে শারজায় এবারের IPL-এর আট নম্বর ম্য়াচটি খেলতে নামেন বিরাটের RCB। সেই ম্য়াচেই এই নয়া মাইলফলক ছুঁয়ে ফেলেন ব্যাঙ্গালোরের অধিনায়ক ৷ তবে, এই রেকর্ড হয়েছে দু'টি ভাগে ৷ ব্যাঙ্গালোরের হয়ে এখনও পর্যন্ত মোট 185টি ম্য়াচ খেলেছেন বিরাট ৷ বাকি 15টি ম্য়াচে RCB-র হয়ে চ্য়াম্পিয়ন্স লিগ টি-20-তে অংশ নিয়েছেন তিনি ৷ প্রথম আইপিএল শুরুর দিন থেকে বিরাট কোহলি ব্যাঙ্গালোর ফ্র্য়াঞ্চাইজ়ির অংশ ৷ সেই সূত্রে, টানা তেরো বছর এক দলের হয়ে খেলারই ফল এই রেকর্ড ৷ শুধু তাই নয়, কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে বৃহস্পতিবারের ম্য়াচে আরও একটি নজির গড়েছেন বিরাট ৷ সেখানে আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় সবার উপরে উঠে এসেছেন তিনি ৷ এতদিন সেই তালিকায় ছিলেন চেন্নাই সুপার কিংস-র হয়ে খেলা সুরেশ রায়না ৷ আইপিএলে 185 ম্য়াচে বিরাট কোহলির মোট সংগ্রহ 5,716 রান ৷