লন্ডন, 19 অক্টোবর: IPL-কে বিশ্বের সেরা ক্রিকেট লিগের তকমা দিলেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন ৷ কারণ, IPL-র মতো টুর্নামেন্ট বিশ্বের কোথাও নেই ৷ কোনও টি-20 লিগে IPL-র মতো অর্ধেক ড্রামাও নেই বলে মনে করেন তিনি ৷ টুইটে তাঁর এই মন্তব্য আসে রবিবার কিংস ইলেভেন পঞ্জাব মুম্বই ইন্ডিয়ান্সকে ডাবল সুপার ওভারে হারানোর পর ৷ এমনকী, রবিবারের ডবল হেডারের প্রথম ম্যাচ সানরাইজ়ার্স হায়দরাবাদ বনাম কলকাতা নাইট রাইডার্সের খেলার ফলাফলও আসে টানটান সুপার ওভারে ৷
IPL-র অর্ধেক নাটকীয়তা বিশ্বের অন্য লিগে নেই : ভন
"কোনও সন্দেহ নেই, যত সময় যাচ্ছে IPL জনপ্রিয়তার শিখরে উঠছে৷ এটা বিশ্বের সবচেয়ে সেরা ক্রিকেট লিগ... অবশ্যই টেস্ট ক্রিকেট এর বাইরে ৷"
মাইকেল ভন তাঁর টুইটারে লেখেন, ‘‘কেন জানি না, বিশ্বের অন্য কোনও টি-20 ক্রিকেট লিগ নেই, যেখানে IPL-র অর্ধেক নাটকীয়তাও নেই ৷ কোনও সন্দেহ নেই, যত সময় যাচ্ছে IPL জনপ্রিয়তার শিখরে উঠছে৷ এটা বিশ্বের সবচেয়ে সেরা ক্রিকেট লিগ... অবশ্যই টেস্ট ক্রিকেট এর বাইরে ৷’’
রবিবার মুম্বই ইন্ডিয়ান্সকে হারানোর পর, 9 ম্যাচ খেলে লিগ টেবিলে 6 নম্বরে উঠে এসেছে কিংস ইলেভেন ৷ তাদের পরের ম্যাচ 20 অক্টোবর মঙ্গবার, দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৷ অন্যদিকে গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স 12 পয়েন্ট নিয়ে লিগ তালিকায় দু’নম্বরে রয়েছে ৷ তাদের পরবর্তী ম্য়াচ চেন্নাই সুপার কিংগসের বিরুদ্ধে আগামী শুক্রবার ৷ এই মুহূর্তে 14 পয়েন্ট নিয়ে IPL-র লিগ তালিকায় শীর্ষে রয়েছে দিল্লি ক্য়াপিটালস ৷