আবুধাবি, 2 অক্টোবর : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2020-এর 13 টি ম্যাচ হয়ে গেল ৷ আর 13 ম্য়াচের পর সতীর্থ লোকেশ রাহুলের থেকে কমলা টুপির মালিক হলেন ময়ঙ্ক আগরওয়াল ৷ অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচের পরও নিজের বেগুনী টুপি ধরে রাখলেন মহম্মদ শামি ৷
বৃহস্পতিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে 18 বলে 25 রান করেন ময়ঙ্ক আগরওয়াল ৷ একই সঙ্গে চার ম্যাচ খেলে টুর্নামেন্টে এখনও পর্যন্ত 246 রান করলেন পঞ্জাব ওপেনার ৷ অন্যদিকে মুম্বইয়ের বিরুদ্ধে 192 রান তাড়া করতে নেমে মাত্র 17 রান করেন লোকেশ রাহুল ৷ ফলে বর্তমানে টুর্নামেন্টে তাঁর রান 239 ৷ সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকায় চেন্নাই সুপার কিংসের ফাফ ডুপ্লেসি 173 রান করে তৃতীয় স্থানে আছেন ৷