পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ম্যাচ ফির 10 শতাংশ জরিমানা গেইলের - ইউনিভার্স বস

ইংলিশ পেসার জোফ্রে আর্চারের দুরন্ত ইয়র্কার বুঝতে পারেননি ক্রিস গেইল ৷ 99 রানের মাথায় আউট হন তিনি ৷ তারপরই মেজাজ হারিয়ে মাটিতে ব্যাট ছুড়ে মারেন ৷

ক্রিস গেইল
ক্রিস গেইল

By

Published : Oct 31, 2020, 4:51 PM IST

Updated : Oct 31, 2020, 5:12 PM IST

আবু ধাবি, 31 অক্টোবর : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের কোড অফ কন্ডাক্ট ভাঙার জন্য ম্যাচ ফির 10 শতাংশ জরিমানা দিতে হল ক্রিস গেইলকে ৷ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে শুক্রবার মাত্র 1 রানের জন্য শতরান করতে পারেননি ইউনিভার্স বস ৷ তারপরই তিনি মেজাজ হারান ৷

ইংলিশ পেসার জোফ্রে আর্চারের দুরন্ত ইয়র্কার বুঝতে পারেননি ক্রিস গেইল ৷ 99 রানের মাথায় আউট হন তিনি ৷ তারপরই মেজাজ হারিয়ে মাটিতে ব্যাট ছুড়ে মারেন ৷

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের কোড অফ কন্ডাক্টের 2.2 নিয়মের লেভেল 1 দোষী করা হয় গেইলকে ৷ একটি বিবৃতিতে IPL-র তরফে বলা হয়, ‘‘ কোড অফ কন্ডাক্টে লেভেল 1 ভাঙলে ম্যাচ রেফারির শাস্তির সম্পর্কে সিদ্ধান্ত নিবেন ৷’’ সেখানেই গেইলকে ম্যাচ ফির 10 শতাংশ জরিমানা করা হয় ৷

শুক্রবার KXIP-কে 7 উইকেটে হারিয়ে প্লে অফে যাওয়ার আশা জিইয়ে রাখে রাজস্থান রয়্যালস ৷ বর্তমানে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে আছে রাজস্থান ৷ তাদের পরবর্তী ম্যাচ রবিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৷

এদিকে ম্যাচ হারলেও প্লে অফের দৌড়ে এখনও আছে কিংস ইলেভেন পঞ্জাব ৷ বর্তমানে 13 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে লোকেশ রাহুলের দল ৷ তাদের পরবর্তী ম্যাচ রবিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৷

Last Updated : Oct 31, 2020, 5:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details