পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IPL 13: BCCI -এর দুর্নীতি দমন শাখার দাবি দুবাইয়ে পা রেখেছে বুকিরা

মিডিয়ার সঙ্গে কথা বলার সময় ACU প্রধান বলেন যে, তাঁরা জানতে পারেন যে বুকিরাও দুবাই এসেছে । তবে তিনি আরও বলেন , এখনও পর্যন্ত তারা টুর্নামেন্টের পবিত্রতা ভঙ্গ করতে কোনও অগ্রগতি করতে পারেনি।

BCCI -এর দুর্নীতি দমন শখা
BCCI -এর দুর্নীতি দমন শখা

By

Published : Oct 1, 2020, 9:24 PM IST

দুবাই, 1 অক্টোবর : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ৷ বছরের পর বছর ধরে কেবলমাত্র ক্রিকেট অনুরাগীদের মধ্যেই নয়, বুকিদেরও নজরের মনি হয়ে আছে এই কোটিপতি লিগ ৷ কারণ এই লিগের মাধ্যমে দ্রুত অর্থ উপার্জনের সুযোগ দেখে তারা । এই লিগের 13 সম সংস্করণ বা চলতি ইনিডিয়ান প্রিমিয়ার লিগও এর ব্যতিক্রম নয় ৷ তবে BCCI এর দুর্নীতি দমন শখার প্রধান অজিত সিং বলছেন এই চলতি লিগে বুকিরা কোনও অগ্রগতি করতে ব্যর্থ হয়েছে ৷

মিডিয়ার সঙ্গে কথা বলার সময় ACU প্রধান বলেন যে, তাঁরা জানতে পারেন যে বুকিরাও দুবাই এসেছে । তবে তিনি আরও বলেন , এখনও পর্যন্ত তারা টুর্নামেন্টের পবিত্রতা ভঙ্গ করতে কোনও অগ্রগতি করতে পারেনি।

অজিত সিং বলেন, ‘‘কিছু বুকি দুবাইয়ে পা রেখেছে, তবে তারা কোনও অগ্রগতি করতে পারেনি। এখন পর্যন্ত সব মসৃণ এবং জিনিস ঠিকঠাক আছে । আমরা কেবল আরব আমিরশাহি ক্রিকেট বোর্ডেই না, স্থানীয় পুলিশও খুব সাহায্য করছে ৷’’

তিনি আরও বলেন, ‘‘ আমাদের তিনটি পৃথক দল রয়েছে যা তিনটি ভেন্যুর চারপাশে কাজ করছে ৷ এবং নিজেদের মধ্যে সমন্বয় রেখে চলেছি । আমরা স্থানীয় পুলিশ এবং ECB সঙ্গে যোগাযোগ রাখছি । তারা আমাদের সাহায্য করছে এবং ভালো যোগাযোগ করছে ৷ এছাড়া ভারতের পুলিশের থেকেও বুকিদের গতিবিধি সম্পর্কে আমরা রিপোর্ট পাচ্ছি ৷ ’’

সিং আবারও এমন আইন আনার প্রয়োজনীয়তার উপর জোর দেন যেখানে ফিক্সিংকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করে ৷ তাঁর কথায় একমাত্র তাহলেই এই ধরনের কর্মকাণ্ড বন্ধ করা যাবে ৷ তিনি নিশ্চিত করেন যে তাঁর দল সোশাল মিডিয়ার ক্রিয়াকলাপের উপরও নজর রাখছে ৷

তিনি বলেন, ‘‘ম্যাচের ভ্যেনু কম থাকয় ও প্যানডেমিকের জন্য সশরীরে যোগাযোগ না করতে পারায় সবাই সোশাল মিডিয়ায় যোগাযোগ করছে ৷ তাই আমাদের দল সোশাল মিডিয়ার উপর কড়া নজর রেখেছে ৷ ’’

ABOUT THE AUTHOR

...view details