দুবাই, 1 অক্টোবর : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ৷ বছরের পর বছর ধরে কেবলমাত্র ক্রিকেট অনুরাগীদের মধ্যেই নয়, বুকিদেরও নজরের মনি হয়ে আছে এই কোটিপতি লিগ ৷ কারণ এই লিগের মাধ্যমে দ্রুত অর্থ উপার্জনের সুযোগ দেখে তারা । এই লিগের 13 সম সংস্করণ বা চলতি ইনিডিয়ান প্রিমিয়ার লিগও এর ব্যতিক্রম নয় ৷ তবে BCCI এর দুর্নীতি দমন শখার প্রধান অজিত সিং বলছেন এই চলতি লিগে বুকিরা কোনও অগ্রগতি করতে ব্যর্থ হয়েছে ৷
মিডিয়ার সঙ্গে কথা বলার সময় ACU প্রধান বলেন যে, তাঁরা জানতে পারেন যে বুকিরাও দুবাই এসেছে । তবে তিনি আরও বলেন , এখনও পর্যন্ত তারা টুর্নামেন্টের পবিত্রতা ভঙ্গ করতে কোনও অগ্রগতি করতে পারেনি।
অজিত সিং বলেন, ‘‘কিছু বুকি দুবাইয়ে পা রেখেছে, তবে তারা কোনও অগ্রগতি করতে পারেনি। এখন পর্যন্ত সব মসৃণ এবং জিনিস ঠিকঠাক আছে । আমরা কেবল আরব আমিরশাহি ক্রিকেট বোর্ডেই না, স্থানীয় পুলিশও খুব সাহায্য করছে ৷’’