শারজা, 28 সেপ্টেম্বর : শেষ দুটো ম্যাচে ভালো পারফরমেন্স নজর কেড়েছে সকলের । বিগত এক বছর ধরে বেশ ভালোই ছন্দে আছেন তিনি । কিন্তু, কিছু জিনিস না করতে পারার কারণে বেশ হতাশাগ্রস্ত হয়ে পড়েন । অকপট স্বীকারোক্তি রাজস্থান রয়্যালসের ব্যাটসম্যান সঞ্জু স্যামসনের । শেষ দুটো ম্যাচে স্যামসনের ঝুলিতে রয়েছে 74 ও 85 রান । দুটো ম্যাচ মিলিয়ে মোট 159 রান তোলেন তিনি ।
রবিবার পঞ্জাবকে 4 উইকেটে পরাজিত করার পর স্যামসন বলেন, " গত এক বছর ধরে আমি বেশ ভালোই ফর্মে রয়েছি । তাই রুটিন মেনে চলছি এবং বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই এগিয়ে যাচ্ছি । আজকে এই ম্যাচ জিতে আমি বেশ খুশি । " এছাড়াও তিনি বলেন, " আমি অক্লান্ত চেষ্টা করছি । কিন্তু, কিছু জিনিস ঠিক হচ্ছিল না । যার ফলে হতাশাগ্রস্ত হয়ে পড়ি । হতাশাগ্রস্ত হওয়ার পর আত্ম অনুসন্ধান করেছি । নিজেকে জিজ্ঞাসা করি যে অ্যাচিভ করতে আমাকে কী করতে হবে ? আমি আরও 10 বছর খেলতে পারি । এবং আমাকে এই 10 বছরে সবটাই দিতে হবে । নিজেকে এমনই উত্তর দিই আমি । "