আবুধাবি, 26 অক্টোবর : ‘ব্ল্য়াক লাইভস ম্য়াটারস’! আন্তর্জাতিক ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটাররা এই মুভমেন্ট শুরু করলেও, IPLএ এনিয়ে কোনও উচ্চবাচ্চ্য করেননি কেউ ৷ এবার সেই ‘ব্ল্য়াক লাইভস ম্য়াটারস’ মুভমেন্টে শামিল হলেন মুম্বই ইন্ডিয়ান্সের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ৷ রবিবার রাজস্থান রয়্য়ালসের বিরুদ্ধে অর্ধশতরান করার পর হাঁটু মুড়ে, মুষ্টিবদ্ধ হাত আকাশের দিকে তুলে ‘ব্ল্য়াক লাইভস ম্য়াটারস’ বার্তা দিলেন হার্দিক ৷
‘ব্ল্য়াক লাইভস ম্য়াটারস’! হাঁটু মুড়ে সমর্থন হার্দিকের - জেসন হোল্ডার
IPL-এর মতো এত বড় একটি টুর্নামেন্টে ব্ল্য়াক লাইভস মুভমেন্ট নিয়ে কোনও উদ্য়োগ না নেওয়ায়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলের অধিনায়ক জেসন হোল্ডার ৷ গত সপ্তাহে এ নিয়ে এক সাক্ষাৎকারে হোল্ডার বলেন, IPLএ ‘ব্ল্য়াক লাইভস ম্য়াটারস’ নিয়ে কোনও আলোচনাই তিনি শোনেননি ৷
রবিবারই হার্দিক পান্ডিয়া এবারের আইপিএলে তাঁর প্রথম অর্ধশতরানটি করেন ৷ ডাগ আউটে বসে থাকা মুম্বই দলে তাঁর সতীর্থ ও স্ট্য়ান্ডবাই ক্য়াপ্টেন কায়রন পোলার্ড হার্দিকের এই উদ্য়োগকে সাধুবাদ জানান ৷ তবে, IPL-এর মতো এত বড় একটি টুর্নামেন্টে ব্ল্য়াক লাইভস মুভমেন্ট নিয়ে কোনও উদ্য়োগ না নেওয়ায়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলের অধিনায়ক জেসন হোল্ডার ৷ গত সপ্তাহে এনিয়ে এক সাক্ষাৎকারে হোল্ডার বলেন, IPLএ ‘ব্ল্য়াক লাইভস ম্য়াটারস’ নিয়ে কোনও আলোচনাই তিনি শোনেননি ৷ তাঁর মনে হয়েছিল, বিষয়টি এড়িয়ে যাওয়ার একটা প্রবণতা আইপিএলের দলগুলির মধ্য়ে রয়েছে ৷ তবে, ‘ব্ল্য়াক লাইভস ম্য়াটারস’ মুভমেন্টকে গুরুত্ব দিয়ে প্রচার করা উচিত ৷ এমনকী বিশ্বে কী হচ্ছে তা মানুষের জানা উচিত বলে মনে করেন হোল্ডার ৷
ওয়েস্ট ইন্ডিয়ান অধিনায়কের দুঃখ এবার কিছুটা হলেও লাঘব হল, হার্দিক পান্ডিয়ার ‘ব্ল্য়াক লাইভস ম্য়াটারস’ মুভমেন্টে শামিল হওয়ার পর ৷ ম্য়াচের পরে নিজের ‘ব্ল্য়াক লাইভস ম্য়াটারস’ সমর্থনের ছবিও সোশাল মিডিয়ায় পোস্ট করেন হার্দিক ৷ এবছর ইংল্য়ান্ডে টেস্ট সিরিজ খেলতে গিয়ে প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে ‘ব্ল্য়াক লাইভস ম্য়াটারস’ মুভমেন্ট নিয়ে এসেছিলেন ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটাররা ৷ যাঁকে সমর্থন করেছিল ইংল্য়ান্ড ক্রিকেট দল ৷ তবে, সেটাই শেষবার ৷ এরপর পাকিস্তান সিরিজ ও অস্ট্রেলিয়া সিরিজে আর ‘ব্ল্য়াক লাইভস ম্য়াটারস’ মুভমেন্ট দেখা যায়নি ৷ এবার হার্দিক পান্ডিয়ার হাত ধরে আবারও ‘ব্ল্য়াক লাইভস ম্য়াটারস’ মুভমেন্ট ক্রিকেটে ফিরে এল ৷