পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

গাভাসকর ও অনুষ্কা বিতর্ক : সোশাল মিডিয়া প্রহসনের ফল - বিরাট কোহলি

বলিউডের শীর্ষস্থানীয় অভিনেত্রী এবং রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর অধিনায়ক বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মাকে নিয়ে একটি অসম্মানজনক মন্তব্যের জন্য সুনীল গাভাসকরকে দায়ি করা হয় । বিরুষ্কার ভক্তরা অনুষ্কার প্রতি গাভাসকর নারীবিদ্বেষী মন্তব্য করেছেন বলে অভিযোগ করে ৷

বিরাট অনুষ্কা
বিরাট অনুষ্কা

By

Published : Sep 27, 2020, 12:06 AM IST

Updated : Sep 27, 2020, 5:46 PM IST

হায়দরাবাদ, 26 সেপ্টেম্বর : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এবং বিতর্ক একটি মুদ্রার দুটি দিক মাত্র । আগের 12 সংস্করণে 12 টি বিতর্ক সহ IPL সম্ভবত বিশ্বের সবচেয়ে বিতর্কিত ক্রীড়া ইভেন্ট। ‘স্লাপ-গেট’ থেকে শুরু করে IPL স্পট-ফিক্সিং কেলেঙ্কারি, রবিচন্দ্রন আশ্বিনের ‘মাঁকড়ীয়’, পাকিস্তানি ক্রিকেটারদের নিষিদ্ধ করা থেকে শুরু করে শাহরুখ খানের ওয়াংখেড়ে নিষেধাজ্ঞা, বিশ্বের সবচেয়ে ধনী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ গত 12 বছরে সবই দেখেছে । এমন কোনও সংস্করণ নেই যেখানে বিতর্ক, ব্যাট এবং বলের লড়াইয়ের জনপ্রিয়তায় ভাগ বসায়নি ৷

IPL -র 13 তম সংস্করণ মাত্র 1 সপ্তাহ পুরোনো ৷ কিন্তু ইতিমধ্যে সেখানে বিতর্ক দেখা গেছে ৷

মহিলাদের প্রতি কিংবদন্তি ক্রিকেটার ও ধারাভাষ্যকার সুনীল গাভাসকরের দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশ্ন তোলার জন্য মেনস্ট্রিম মিডিয়া ও সোশাল মিডিয়া পণ্ডিতদের একটি ছোটো ভিডিয়ো ও দু লাইনের মন্তব্যই যথেষ্ট ছিল ৷

অনুষ্কা শর্মা

বলিউডের শীর্ষস্থানীয় অভিনেত্রী এবং রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর অধিনায়ক বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মাকে নিয়ে একটি অসম্মানজনক মন্তব্যের জন্য গাভাসকরকে দায়ি করা হয় । অনুষ্কার প্রতি গাভাসকর নারীবিদ্বেষী মন্তব্য করেছেন বলে অভিযোগ করে বিরুষ্কার ভক্তরা

বিরাট কোহলি

বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ চলাকালীন গাভাসকর বলেন, ‘‘লকডাউনের বিরাট শুধু অনুষ্কার বোলিংয়ে অনুশীলন করেছিল ৷ আপনি ভিডিয়োটি দেখুন ৷ এটি যথেষ্ট নয় ৷’’

ইনস্টাগ্রাম পোস্ট

কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে কোহলি 4 নম্বরে নেমে 5 বল খেলে মাত্র 1 রান করেন ৷ তাঁকে দেখেই বোঝা যাচ্ছিল তিনি ফর্মের ধারে কাছে নেই ৷ কোরোনা ভাইরাস প্যানডেমিকের কারণে প্রায় 6 মাসের বেশি সময় খেলার মধ্যে থাকেননি ভারত অধিনায়ক ৷ দেখেই মনে হচ্ছিল তিনি আগের ফর্মে নেই ৷

বিরাটের খারপ ফর্ম নিয়ে কথা বলতে গিয়ে গাভাসকর অনুষ্কার কথা উল্লেখ করেন ৷ গাভাসকর সোশাল মিডিয়ার একটি পুরোনো ভিডিয়োর কথা উল্লেখ করতে চেয়েছিলেন ৷ সেই ভিডিয়োতে বিরাট ও অনুষ্কাকে নিজেদের কম্পাউন্ডে টেনিস বলে ক্রিকেট খেলতে দেখা যায় ৷ ম্যাচে লোকেশ রাহুলের দুটি ক্যাচ মিস করেন ব্যাঙ্গালোর অধিনায়ক ৷ তখন গাভাসকর বলেন, ‘‘ বিরাট জানেন আরও বেশি করে অনুশীলন করেই নিজেকে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়া যায় ৷’’

দুর্ভাগ্যক্রমে, গাভাসকরের মন্তব্যের কয়েক মিনিটের পরে, তাঁর কথাগুলি অন্য মানে করা হয় ৷ সেলেব্রিটি, সাংবাদিক এবং ইন্টারনেটে প্রভাবশালী ব্যক্তিরা পুরো ফুটেজটি না দেখেই তাঁকে দোষারোপ করতে শুরু করেন ৷ তাঁরা বিষয়টি গুরুতরভাবে নেন ৷

কথার বিকৃতি ও মুছে ফেলা টুইট

পরবর্তী কালে অভিনেত্রী অনুষ্কা শর্মা টুইট করে গাভাসকারের সমালোচনা করেন ৷ তিনি ইনস্টাগ্রাম পোস্ট করেও তাঁর সমালোচনা করেন ৷ শীর্ষ স্থানীয় মিডিয়া থেকে শুরু সেলিব্রেটি সবাই দাবি করেন পঞ্জাবের বিরুদ্ধে কোহলির খারাপ খেলার জন্য গাভাসকর অনুষ্কাকে দায়ি করেছেন ৷ বিষয়টি আরও খারাপ করার চেষ্টা করা হয় ৷ গাভাসকরের বিরুদ্ধে যৌনতামূলক মন্তব্যের অভিযোগ করা হয় ৷

অনেকেই, যাঁরা খুব কমই ক্রিকেট দেখেন এবং কোহলির ব্যাটিং সম্পর্কে গাভাসকরের বক্তব্যটিও শোনেননি, তাঁরাও প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যানকে নিন্দা জানিয়ে টুইট করেন ৷

আসল উক্তিটির পরিবর্তে, গাভাসকরের মন্তব্যের বিকৃতি করে সামাজিক এবং মূলধারার মিডিয়াতে প্রকাশ করা হয়। টুইটারে বয়কট গাভাসকর ট্রেন্ড চালু হয় ৷ শুরু হয় মরাল পুলিশিং ৷ ধারাভাষ্যকর প্যানেল থেকে গাভাসকরকে সরানোর দাবি জানানো হয় BCCI-কে ৷ আসল বিষয়টি হল অনুষ্কা শর্মা বা মিডিয়া সম্প্রদায়ের কেউই গাভাসকরের মন্তব্যের জন্য প্রশ্ন করার আগে বিষয়টি পুরোপুরি মনোযোগ দিয়ে দেখেননি ৷

বিকেলে যখন গাভাসকরের বক্তব্যটির আসল ভিডিয়ো ইন্টারনেটে প্রকাশিত হয়, মূলধারার মিডিয়া, সেলিব্রিটিরা তাদের টুইটগুলি হয় আপডেট অথবা মুছে ফেলে । কিন্তু সমস্ত কিছুর প্রতিবাদ করে গাভাসকর মুখ খুলতেই সবাই ফের চুপ হয়ে যায় ৷

Last Updated : Sep 27, 2020, 5:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details