দিল্লি, 27 সেপ্টেম্বর : অনুষ্কা শর্মা ও সুনীল গাভাসকর বিতর্কে, ভারতের প্রাক্তন অধিনায়কের পাশে দাঁড়ালেন প্রাক্তন উইকেটরক্ষক ফারুক ইঞ্জিনিয়ার ৷ বিরাট কোহলির ফর্ম নিয়ে ধারাভাষ্য দেওয়ার সময় তাঁর স্ত্রী অনুষ্কা শর্মার কথা তোলেন সুনীল গাভাসকর ৷ তারপরই বিতর্ক শুরু হয় ৷
ভারতের প্রাক্তন উইকেটরক্ষক ফারুক ইঞ্জিনায়ার বলেন, ‘‘ আমাদের, মানে ভারতীয়দের হাস্যরসের অভাব আছে ৷ যদি সুনীল সত্যিই বিরাট ও অনুষ্কাকে নিয়ে কথা বলেন তাহলে তিনি সেটা মজার ছলেই বলেছেন ৷ কোনও খাপার বা অবমাননার সুরে বলেননি ৷ ’’
2019 বিশ্বকাপ চলাকালীন একই রকম বিতর্কের মধ্যে পড়েছিলেন ফারুক ইঞ্জিনিয়ার ৷ ভারতীয় নির্বাচকরা ইংল্যান্ডে অনুষ্কাকে চা পান করাতে গেছেন বলে সেইসময় তিনি মন্তব্য করেছিলেন ৷ এদিন তিনি আরও বলেন, ‘‘ সুনীল গাভাসকরকে খুব ভালো করে জানি ৷ আমি নিশ্চিত ও এটা মজার ছলে বলেছে ৷ এমনকী আমার সময়ও অনুষ্কা এইরকম মন্তব্য করে এবং বাকি সবাই এটাকে গুরুত্ব সহকারে দেখে ৷’’
যদিও গাভাসকর নিজের গোটা বিযয়টি বর্ণনা করেন ৷ এবং বলেন তাঁর, মন্তব্যের ভুল ব্যখ্যা করা হয়েছে ৷
সংবাদ মাধ্যমে গাভসকর বলেন, ‘‘আকাশ চোপড়া এবং আমি একটি হিন্দি চ্যানেলের জন্য ধারাভাষ্য করছিলাম । আর আকাশ এই কথাটি বলছিল যে প্রত্যেকেই অনুশীলনের খুব কম সুযোগ পেয়েছে । এটি আসলে তাদের প্রথম ম্যাচ ৷ তাই ক্রিকেটারদের মধ্যে জড়তা দেখা গেছে ৷’’
তিনি আরও বলেন, ‘‘ রোহিতকে ভালো বলে স্ট্রাইক করতে দেখা যায়নি ৷ ধোনিরও তাই ৷ এমনকী বিরাটও ভালোভাবে বল মারতে পারছিল না ৷ এর কারণ বেশিরভাগ ব্যাটসম্যানেরই যথাযথ অনুশীলন হয়নি ৷ সেই সময় আমি বলি বিরাটও অনুশীলনের মধ্যে থাকেনি ৷ শুধুমাত্র এই লকডাউনে নিজের ঘরের কম্পাউন্ডে অনুষ্কার বোলিংয়ে যতটুকু ব্যাটিং করতে পেরেছে ততটাই ৷’’
প্রাক্তন ভারত অধিনায়ক আরও বলেন, ‘‘ অনুষ্কা বিরাটকে বোলিং করছিল এটাই আমি বলেছি ৷ আমি কোথায় তাঁকে দোষারোপ করেছি ? এবং এখানে আমি কোথায় যৌনতামূলক মন্তব্য করেছি ? আমি শুধুমাত্র ভিডিয়োতে যা ছিল সেটাই বলেছি ৷ ’’