পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IPL-এ সেরা খেলোয়াড় রাসেল, পার্পল ক্যাপ তাহিরের - kkr

40 বছর 46 দিন বয়সে পার্পল ক্যাপ পেলেন চেন্নাই সুপার কিংসের লেগ স্পিনার ইমরান তাহির । এদিকে একা হাতে দলকে টানলেও প্লে-অফে নিয়ে যেতে অক্ষম । তবে নিজের পারফর্ম্যান্সের জন্য নির্বাচিত হলেন মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অফ দা টুর্নামেন্ট ।

পুরস্কার

By

Published : May 13, 2019, 11:08 AM IST

হায়দরাবাদ, 13 মে : চেন্নাইকে হারিয়ে চতুর্থ IPL খেতাব জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স । মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হয়েছেন কলকাতা নাইট রাইডার্সের আন্দ্রে রাসেল ।

কে কোন পুরস্কার পেয়েছেন দেখা নেওয়া যাক -

অরেঞ্জ ক্যাপ (সর্বাধিক রান) : ডেভিড ওয়ার্নার । লিগের খেলা শেষ হওয়ার আগেই দেশে ফিরে গেছেন । তা সত্ত্বেও দ্বাদশ IPL-এর সব থেকে বেশি রান সংগ্রহ করে অরেঞ্জ ক্যাপের দখল নিলেন সানরাইজ়ার্স হায়দরাবাদের ডেভিড ওয়ার্নার । 12 ম্যাচে তাঁর সংগ্রহ 692 রান ।

পার্পল ক্যাপ (সর্বাধিক উইকেট) : ইমরান তাহির

পার্পল ক্যাপ (সর্বাধিক উইকেট) : ইমরান তাহির । 40 বছর 46 দিন বয়সে একটি IPL-এ সর্বাধিক উইকেট নেওয়ার নজির গড়লেন তিনি । যার জেরে এই পুরস্কার পেলেন চেন্নাই সুপার কিংসের লেগ স্পিনার ইমরান তাহির । ফাইনাল পর্যন্ত 17টি ম্যাচে 26টি উইকেট নিয়েছেন তাহির । পেছনে ফেলেছেন দিল্লির হয়ে 12 ম্যাচ খেলে দেশে ফিরে যাওয়া রাবাডাকে । রাবাডা পেয়েছিলেন 25টি উইকেট ।

ইমার্জিং প্লেয়ার : শুভমন গিল

ইমার্জিং প্লেয়ার : শুভমন গিল । KKR-এর হয়ে এই মরশুমে যতটা সুযোগ পেয়েছেন তাতে নিজেকে প্রমাণ করেছেন এই পঞ্জাবি টপ অর্ডার ব্যাটসম্যান । 14 ম্যাচে 32.88 গড়ে 296 রান করেন তিনি । করেছেন তিনটি হাফ সেঞ্চুরিও ।

সুপার স্ট্রাইকার অফ দা সিজ়ন : আন্দ্রে রাসেল । একা হাতে দলকে টেনেছিলেন রাসেল মাসেল । আর তা করতে গিয়ে অবিশ্বাস্য স্ট্রাইক রেটে রান করেছেন চলতি মরশুমে । 510 রান করেছেন তিনি । যার জন্য নিয়েছেন মাত্র 249 বল । স্ট্রাইক রেট - 204.81 । দলকে জেতাতে না পাড়লেও এই স্ট্রাইক রেটের জন্য পান এই পুরস্কার ।

সুপার স্ট্রাইকার ও মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অফ দা টুর্নামেন্ট : আন্দ্রে রাসেল

মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অফ দা টুর্নামেন্ট : আন্দ্রে রাসেল । মাঠে নামলেই তিনি ছিলেন সুপারম্যান । ব্যাটিংয়ে ঝড় তোলার পাশাপাশি দলের হয়ে দরকারের সময়ে উইকেট নিয়েছেন । সব মিলিয়ে এই বছরের টুর্নামেন্টটা রাসেলময় । 14 ম্যাচে 11টি উইকেট, 61টি ডট বল, 31টি চার, 52টি ছক্কা ও চারটি ক্যাচ ধরে হলেন IPL-এর MVP ।

পারফেক্ট ক্যাচ অফ দা সিজ়ন পুরস্কার জিতে নেন কায়রন পোলার্ড

এছাড়া স্টাইলিস্ট প্লেয়ার অফ দা সিজ়ন পুরস্কার পেয়েছেন পঞ্জাবের লোকেশ রাহুল । চেঞ্জার অফ দা সিজ়ন পুরষ্কার পান মুম্বইয়ের রাহুল চাহার । ওয়াংখাড়েতে রায়নার ক্যাচ ধরে পারফেক্ট ক্যাচ অফ দা সিজ়ন পুরস্কার জিতে নেন কায়রন পোলার্ড ।

ABOUT THE AUTHOR

...view details