পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

সুপার ওভারে দিল্লির কাছে হার নাইট রাইডার্সের - Dinesh Kartik

ঘরের মাঠে সমর্থকদের হতাশ করল না দিল্লি ক্যাপিটালস। এবারের IPL-এর প্রথম সুপার ওভারে কলকাতা নাইট রাইডার্সকে হারাল তারা।

ছবি সৌজন্যে : ANI

By

Published : Mar 31, 2019, 4:31 AM IST

Updated : Mar 31, 2019, 4:47 AM IST

দিল্লি, ৩১ মার্চ : ঘরের মাঠে সমর্থকদের হতাশ করল না দিল্লি ক্যাপিটালস। এবারের IPL-এর প্রথম সুপার ওভারে কলকাতা নাইট রাইডার্সকে হারাল তারা।

সুপার ওভারে জিততে গেলে ১১ রান করতে হত নাইট রাইডার্সকে। কিন্তু, সাত রান তুলতে সমর্থ হয় তারা। এর আগে ১৮৬ রান তাড়া করতে নেমে প্রথমেই শিখর ধাওয়ানের উইকেট হারায় দিল্লি। এরপর দলকে বড় রানের দিকে এগিয়ে নিয়ে যায় শ্রেয়স আইয়ার ও পৃথ্বী শ। শতরান হাতছাড়া করেন পৃথ্বী। তাঁর দুরন্ত ইনিংস শেষ হয় ৯৯ রানে। জয়ের মঞ্চ প্রায় তৈরি ছিল। কিন্তু, খেলা গড়ায় শেষ বল পর্যন্ত। ২ রান দরকার থাকলেও তা তুলতে পারেননি ইনগ্রাম। তবে সুপারে ওভারে জয় ছিনিয়ে নেয় তারা।

গতকাল প্রথমে ব্যাট করে একের পর এক উইকেট হারায় নাইটরা। ৪৪ রানে চার উইকেট হারায় তারা। এরপর শুভমন গিল ও দীনেশ কার্তিক দলের ইনিংস এগিয়ে নিয়ে যেতে থাকেন। কিন্তু, দ্রুত রান তোলার তাড়ায় রান আউট হন গিল। এরপর ফের রাসেল ঝড়। ২৮ বলে ৬২ রান করে দলের স্কোর ভালো জায়গায় নিয়ে যান তিনি। ১৮৫ রান তোলে তারা। কিন্তু, হার মানতে হয় সুপার ওভারে।

Last Updated : Mar 31, 2019, 4:47 AM IST

ABOUT THE AUTHOR

...view details