পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ধোনির রান আউটটা টার্নিং পয়েন্ট : সচিন

গতকাল শেষ বলে চেন্নাই সুপার কিংসকে 1 রানে হারিয়ে চতুর্থ বারের জন্য IPL খেতাব জেতে মুম্বই । অভিকাংশ ম্যচ CSKর দিকে ঝুঁকে থাকলেও ম্যাচে ধোনির রান আউটকে টার্নিং পয়েন্ট বলে মনে করেন সচিন ।

সচিন

By

Published : May 13, 2019, 9:30 AM IST

হায়দরাবাদ, 13 মে : "মহেন্দ্র সিং ধোনি আউট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ফাইনালের ভাগ্য বদলে যায় ।" IPL ফাইনালের পর বললেন সচিন তেন্ডুলকর । পাশাপাশি হার্দিক পান্ডিয়া, পোলার্ড, বুমরাদের প্রশংসাও করেছেন তিনি । শেষ ওভারে মালিঙ্গার দুর্দান্ত বোলিং নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেছেন ।

গতকাল শেষ বলে চেন্নাই সুপার কিংসকে 1 রানে হারিয়ে চতুর্থ বারের জন্য IPL খেতাব জেতে মুম্বই । তবে বেশিরভাগ সময়ই চেন্নাইয়ের দিকে ঝুঁকে ছিল ম্যাচটি । মহেন্দ্র সিং ধোনির যখন আউট হন তখন চেন্নাইয়ের রান ছিল 82 । রান আউটের রিপ্লের একটি অ্যাঙ্গেলে দেখা যায় ধোনির ব্যাট লাইন পার করতে পাড়েনি । তবে অন্য অ্যাঙ্গেলে বিষয়টি ততটা পরিষ্কার ছিল না । তবে থার্ড আম্পায়ার নাইজেল লং শেষ পর্যন্ত ধোনিকে আউট দেওয়ার সিদ্ধান্ত জানান ।

এদিকে ধোনির আউটকে টার্নিং পয়েন্ট বলার সঙ্গে সঙ্গে বোলিং বিভাগের প্রসংশা করেন সচিন । বুমরা ও শেষ ওভারে মালিঙ্গার বোলিং নিয়ে সচিন বলেন, "মালিঙ্গা তাঁর এত বছরের এক্সপেরিয়েন্স থেকে শেষ ওভারে অত ভাল বল করল । আগের ওভারগুলোতে এত রান দিয়েও যেভাবে ও ফিরে এল এবং আমাদের ম্যাচটা জেতাল তা অসাধারণ ।" তিনি আরও বলেন, "ধোনির রান আউটটা টার্নিং পয়েন্ট হলেও বুমরার ওভারগুলো আমাদের ম্যাচে ফিরিয়ে এনেছে বারবার ।"

এদিকে ম্যাচ হেরে ধোনি ব্যাটসম্যানদের কাঠগড়ায় তুলে বলেন, "মরশুম জুড়ে আমরা যেভাবে খেলেছি তাতে খুব খুশি হওয়ার মতো কিছু নেই । ফাইনালে দল উঠলেও ব্যাটিং নিয়ে একটা সমস্যা রয়েছেই । মিডল অর্ডারে ধারাবাহিকতার অভাব ফাইনালে এসেও ঠিক হয়নি । সব ব্যাটসম্যানরা রান পাননি । প্রতিদিন কেউ না কেউ রান করে দিচ্ছিল বলেই জয় পাচ্ছিলাম । ফাইনালেও উঠতে পেরেছি । নাহলে সেটাও সম্ভব হত না ।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details