পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বিতর্কিত শেষ বল, RCB-কে হারাল মুম্বই - bumrah

RCB-কে ৬ রানে হারাল মুম্বই। অবশ্য বিতর্কিত মুহূর্ত মুম্বইয়ের জয়ের সেলিব্রেশনকে একটু হলেও ম্লান করে দেয়। ম্যাচ শেষে ভিডিয়ো রিপ্লেতে দেখা যায় মালিঙ্গার শেষ ডেলিভারিটি নো ছিল।

d

By

Published : Mar 29, 2019, 5:15 AM IST

বেঙ্গালুরু, ২৯ মার্চ : ম্যাচের ট্যাগ-লাইন ছিল - বিশ্বের শ্রেষ্ঠ ব্যাটসম্যান বনাম বিশ্বের শ্রেষ্ঠ বোলার। যাতে বাজিমাত করলেন ODI-তে ওয়ার্ল্ড নম্বর ওয়ান বুমরা। চার ওভারে ২০ রান খরচ করে ৩ উইকেট তুলে নেন জসপ্রীত। পাশাপাশি RCB-র বিরুদ্ধে মুম্বইকে ৬ রানে জিততে সাহায্য করেন। ম্যাচের সেরা হন বুমরা। বুমরার শিকার হলেন রয়াল চ্যালেঞ্জারস বেঙ্গালুরুর ক্যাপ্টেন কোহলি। তালিকায় রয়েছেন শিমরন হেটমায়ার, কলিন ডি'গ্র্যান্ডহোমও। RCB-র ইনিংসের ১৯তম ওভারে মাত্র ৫ রান খরচ করে এক উইকেট তুলে নিয়ে ম্যাচের রঙ পাল্টে দেন বুমরা।

৪১ বলে ৭০ রানে অপরাজিত থাকেন ডি'ভিলিয়ার্স

৪১ বলে ৭০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়লেও এবি ডি'ভিলিয়ার্সের লড়াকু ইনিংস কাজে এল না। ডি'ভিলিয়ার্স ছাড়া কোহলি ৪৬ ও পার্থিব ৩১ রান করেন। ম্যাচে IPL-এ নিজের ৫০০০তম রান করলেও ম্যাচটা সুখস্মৃতি রেখে গেল না কোহলির জন্য।

মালিঙ্গার শেষ ডেলিভারিটি নো ছিল

তবে বুমরার দুর্দান্ত বোলিং সত্ত্বেও ম্যাচ গড়ায় শেষ বল পর্যন্ত। ১৮৮ রানের টার্গেট তাড়া করতে নেমে শেষ ওভারে বেঙ্গালুরুর দরকার ছিল ১৭ রান। শেষ বলে সেই সমীকরণ দাঁড়ায় ৭ রানে। শেষ বলে মালিঙ্গাকে ছক্কা মেরে ম্যাচটা অন্তত সুপার ওভারে নিয়ে যাবেন শিবম দুবে, এমনটাই আশা করছিলেন বেঙ্গালুরুর সমর্থকরা। তবে তা হল না।

রোহিত করেন ৪৮ রান

অবশ্য বিতর্কিত মুহূর্ত মুম্বইয়ের জয়ের সেলিব্রেশনকে একটু হলেও ম্লান করে দেয়। ম্যাচ শেষে ভিডিয়ো রিপ্লেতে দেখা যায় মালিঙ্গার শেষ ডেলিভারিটি নো ছিল। যা নিয়ে ম্যাচ শেষে নিজের অসন্তোষ চেপে রাখেননি কোহলি।

৩৮ রান দিয়ে ৪ উইকেট নেন চাহাল

গতকাল টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন RCB অধিনায়ক বিরাট কোহলি। রোহিত (৪৮) এবং হার্দিকের ১৪ বলে ৩২ রানের সাহায্যে ১৮৭ রানে পৌঁছায় মুম্বই। পাশাপাশি চাহালকে এক ওভারে পরপর তিনটি ছক্কা মেরে আবারও ভিন্টেজ যুবরাজের ঝলক দিলেন তিনি। RCB বোলারদের মধ্যে সবচেয়ে সফল লেগ স্পিনার চাহাল। ৩৮ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি।

ABOUT THE AUTHOR

...view details