পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

খেলোয়াড়রা মানসিকভাবে ক্লান্ত, টানা তিন ম্যাচ হারের পর মন্তব্য কালিসের - kolkata knight riders

নয়দিনে পাঁচটা ম্যাচ। তারমধ্যে তিনটে অ্যাওয়ে। ফলে মানসিক দিক থেকে ক্লান্ত। হারের হ্যাটট্রিকের পর সাংবাদিক বৈঠকে একথা বললেন KKR কোচ জ্যাক কালিস।

জ্যাক কালিস

By

Published : Apr 15, 2019, 1:52 AM IST

কলকাতা, 15 এপ্রিল : নয়দিনে পাঁচটা ম্যাচ। তারমধ্যে তিনটে অ্যাওয়ে। ফলে মানসিক দিক থেকে ক্লান্ত। হারের হ্যাটট্রিকের পর সাংবাদিক বৈঠকে একথা বললেন KKR কোচ জ্যাক কালিস।

তিনটে হারের ময়নাতদন্ত সেরে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে নতুনভাবে শুরু করতে চায় KKR। এবং কাজটা আগামী পাঁচদিনের বিশ্রামে করতে চায় বলে জানিয়েছেন জ্যাক কালিস।

সাংবাদিক বৈঠকে কোচ বলেন, আট পয়েন্ট ঝুলিতে নিয়ে তাঁরা দু'নম্বরে (পরে অবশ্য সানরাইজ়ার্স হায়দরাবাদকে হারিয়ে দু'নম্বরে উঠে এসেছে দিল্লি ক্যাপিটালস)। নয় দিনে পাঁচটি ম্যাচ খেলার ঝক্কিতে মানসিকভাবে KKR ক্লান্ত।

শুক্রবার বিরাট কোহলিদের বিরুদ্ধে খেলবে KKR। মানসিক ক্লান্তি কাটাতে বন্ধু ও পরিবারের সঙ্গে সময় কাটানোর কথা নাইট কোচের মুখে। দারুণ শুরু করেও পার্পল ব্রিগেড টানা হারে বিধ্বস্ত। অনেকেই বলছেন, প্লে অফে যাওয়া কঠিন হয়ে দাঁড়াচ্ছে দীনেশ কার্তিকদের পক্ষে। যদিও কালিস তা মানতে রাজি নন। তাঁর মতে, নাইট রাইডার্স প্লে অফের দৌড়ে আছে। সামনের ছ'টা ম্যাচের মধ্যে অন্তত চারটে ম্যাচ জিততে হবে।

তবে প্রথমেই বড় লক্ষ্য নয়, ম্যাচ ধরে এগোতে হবে বলে মনে করেন। ক্রিস লিনের ৫১ বলে ৮২ রানের ইনিংসের সৌজন্যে শুরুটা ভালো হলেও নাইটরা সেই ধারাবাহিকতা বজায় রাখতে ব্যর্থ। বিশেষ করে শেষ পাঁচ ওভারে 29 রান উঠেছে। কালিস বলছেন, 16 ওভার পর্যন্ত ম্যাচের রাশ হাতে থাকলেও পরবর্তী চার ওভারে ব্যাটিং ব্যর্থ। 170 থেকে 175 রান তোলা দরকার ছিল বলে মনে করেন। দক্ষিণ আফ্রিকার লেগস্পিনার ইমরান তাহির 27 রানে চারটে উইকেট নিয়ে ম্যাচের সেরা। বিপক্ষ ডাগ আউটে বসে ম্যাচের সেরা ক্রিকেটারের পারফরম্যান্স বিশ্লেষণ করতে গিয়ে কালিস বলেন, “সঠিক জায়গাতে বল রেখেই সাফল্য পেয়েছেন ইমরান তাহির।”

ABOUT THE AUTHOR

...view details