পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

চেন্নাইকে হারিয়ে IPL ফাইনালে মুম্বই - ipl

প্রথম দল হিসেবে IPL ফাইনালে চলে গেল মুম্বই ইন্ডিয়ান্স । এনিয়ে পঞ্চমবার ফাইনালে উঠল তারা । আজ 132 রান তাড়া করতে নেমে 9 বল বাকি থাকতেই 6 উইকেটে জিতে যায় মুম্বই । মুম্বইয়ের হয়ে সর্বোচ্চ 71 রান করেন সূর্য কুমার যাদব ।

সূর্য কুমার যাদব

By

Published : May 7, 2019, 11:09 PM IST

চেন্নাই, 7 মে : চেন্নাই সুপার কিংসকে হারিয়ে প্রথম দল হিসেবে IPL ফাইনালে চলে গেল মুম্বই ইন্ডিয়ান্স । এনিয়ে পঞ্চমবার ফাইনালে উঠল তারা । যদিও অষ্টমবারের জন্য টুর্নামেন্টের ফাইনালে পৌঁছানোর সুযোগ এখনও রয়েছে চেন্নাইয়ের কাছে । আজ 132 রান তাড়া করতে নেমে 9 বল বাকি থাকতেই 6 উইকেটে জিতে যায় মুম্বই । মুম্বইয়ের হয়ে সর্বোচ্চ 71 রান করেন সূর্য কুমার যাদব । তাঁকে যোগ্য সঙ্গত দেন ঈশান কিশান । তিনি করেন 28 । চলতি IPL-এ গ্রুপ পর্বের দু'টি ম্যাচেই মুম্বইয়ের কাছে হারতে হয়েছিল চেন্নাইকে ।

আজ টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন মহেন্দ্র সিং ধোনি । মন্থর পিচে শুরু থেকেই স্পিনারদের দিয়ে বল করান রোহিত শর্মা । একের পর এক উইকেট হারাতে থাকে চেন্নাই । প্রথম দুই ওভারে স্কোরবোর্ডে মাত্র 6 রান ওঠার পর তৃতীয় ওভারের শুরুতেই ডু'প্লেসিকে ফিরিয়ে দেন রাহুল চাহার । সুরেশ রায়নাও ফিরে যান জয়ন্ত যাদবের বলে । 6 ওভার শেষের আগেই ক্রুনাল পান্ডিয়ার শিকার হন ওয়াটসনও । মাত্র 32 রানে 3 উইকেট হারিয়ে বিপাকে পড়ে যান ধোনিরা । 12.1 ওভারে যখন ধোনি মাঠে নামেন তখন দলের স্কোর 4 উইকেট হারিয়ে মাত্র 65 । সেখান থেকে CSK-কে সম্মানজনক জায়গায় পৌঁছে দেন অধিনায়ক ধোনি ও রায়ডু । চেন্নাইয়ের ইনিংসের প্রথম ছক্কাটি আসে 14তম ওভারে । নির্ধারিত 20 ওভারে 4 উইকেট হারিয়ে 131 রান তোলে ধোনির দল । মুম্বইয়ের হয়ে 4 ওভারে মাত্র 14 রান দিয়ে গুরুত্বপূর্ণ 2টি উইকেট তুলে নেন রাহুল চাহার । একটি করে উইকেট নেন ক্রুনাল পান্ডিয়া ও জয়ন্ত যাদব ।

132 তাড়া করতে নেমে প্রথমেই অধিনায়ক রোহিতকে হারায় মুম্বই । ইনিংসের দ্বিতীয় বলেই রোহিত শর্মা আউট হন দীপক চহারের বলে । অপর ওপেনার কুইন্টন ডি'ককও ফিরে যান মাত্র 8 রানের মাথায় । তারপর দলের হাল ধরেন সূর্য কুমার যাদব ও ঈশান কিশান । 80 রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ দলকে জয়ের কাছে নিয়ে যায় । ঈশান আউট হয়ে গেলেও দলকে জিতিয়ে ফেরেন সূর্য কুমার যাদব । চেন্নাইয়ের হয়ে দু'টি উইকেট নিয়ে আশার আলো জ্বালিয়েছিলেন ইমরান তাহির । তবে শেষ পর্যন্ত ন'বছর পরও ঘরের মাঠে মুম্বইয়ের বিরুদ্ধে জয় অধরা থাকল CSK-র ।

ABOUT THE AUTHOR

...view details