পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

চার্লটনের ফুটবলার এবার KKR-এর সংসারে - IPL

ফুটবলার থেকে ক্রিকেটার হওয়ার গল্প নাইটদের সংসারে

কলকাতা নাইট রাইডার্স

By

Published : Mar 22, 2019, 11:31 PM IST

কলকাতা, 22 মার্চ : IPL-র দুনিয়া বেশ চমকপ্রদ। আবার আজব দুনিয়াও বটে। অখ্যাতদের বিখ্যাত হওয়ার, হারিয়ে যাওয়া প্রতিভাদের আলোয় ফেরার মঞ্চ IPL। তেমনই একজন কেসি কারিয়াপ্পা।

২০১৫ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার সুযোগ পেলেও সাফল্য আসেনি। এবার নতুন প্রত্যাশা নিয়ে ফিরে এসেছেন। প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে মরিয়া কারিয়াপ্পা। আবার রয়েছেন ক্যারিবিয়ান ক্রিকেটের অন্যতম মুখ কার্লোস ব্রেথওয়েট। ইডেনে ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে শেষ ওভারে একা হাতে ম্যাচ জিতিয়েছিলেন ক্যারিবিয়ান সুপারস্টার। এবার ফের নিজের পয়া মাঠে ঘরের দলের হয়ে খেলতে নামবেন।

কার্লোস ব্রেথওয়েট

ব্রেথওয়েট ও কারিয়াপ্পার পাশাপাশি রয়েছেন ইংল্যান্ডের অলরাউন্ডার জো ডেনলি। যিনি ফুটবলার হিসেবে খেলোয়াড় জীবন শুরু করেছিলেন। তাঁর কথায়, "চার্লটন অ্যাথলেটিক্স অ্যাকাডেমির হয়ে ফুটবল খেলতাম। উইসটেবিল টাউন অনূর্ধ্ব ১৮ দলের হয়েও খেলেছি।" ম্যান সিটির অন্ধ ভক্ত ডেনলির পাকিস্তান সুপার লিগ, বাংলাদেশ ক্রিকেট লিগ, বিগ ব্যাশে খেলার অভিজ্ঞতা রয়েছে। তিনি বলেন, "সেরা ক্রিকেট ফ্র্যাঞ্চাইজিতে খেলতে এসেছি।" ডেনলির দলের চিরপ্রতিদ্বন্দ্বী ম্যান ইউয়ের সমর্থক ব্রেথওয়েটের মতও এক। IPL-র পাশাপাশি দুজনেই KKR-র প্রশংসায় পঞ্চমুখ।

সম্প্রতি ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পেয়েছেন হ্যারি গারনে। আগামী বছর ইংল্যান্ডের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখেন তিনি। তার আগে IPL-র দুনিয়ায় নিজেকে প্রতিষ্ঠিত করতে মরিয়া এই ইংরেজ ক্রিকেটার। আর তার সঙ্গে ট্রফি জয়কে পাখির চোখ করছেন তিনি।

ABOUT THE AUTHOR

...view details