পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ধোনির পরামর্শ মেনেই সাফল্য : ইমরান তাহির - dhoni

ধোনির পরামর্শ মেনেই ঘরের মাঠে হারানো গেছে কলকাতা নাইট রাইডার্সকে। ম্যাচের সেরা হয়ে জানালেন ইমরান তাহির।

ইমরান তাহির

By

Published : Apr 15, 2019, 2:53 AM IST

কলকাতা, 15 এপ্রিল : তাঁর লেগ স্পিনের ভেল্কিতে ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। তিনি নিয়েছেন চারটি উইকেট। ম্যাচের সেরাও হয়েছেন। তিনি ইমরান তাহির। তাঁর পারফরম্যান্সের কৃতিত্ব দিলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে।

ইমরান তাহির

ম্যাচ পরবর্তী সাংবাদিক বৈঠকে ইমরান তাহির বলেন, "আমার একটি নির্দিষ্ট পরিকল্পনা ছিল। ধোনি আমাকে পরামর্শ দিয়ে সাহায্য করেছে। মিস্টার ধোনির পরামর্শ মেনেই উপকৃত হয়েছি। সবসময় আমাকে সাহায্য করে। তাই সাফল্যের কৃতিত্ব দিতে চাই। সেজন্য আমি খুশিও।"

কাগিসো রাবাডার সঙ্গে 13 উইকেট নিয়ে পার্পেল ক্যাপের দৌড়ে রয়েছেন ইমরান তাহির। তিনি জানান, বল করার সময় কোথায় বল ফেলতে হবে সেই নির্দেশ ধোনিই দিয়েছিলেন। ব্যাটসম্যানদের নিয়ে পরামর্শের আদান প্রদানে সাফল্য আসার পথ প্রশস্ত করেছে বলে মনে করেন তিনি।

চেন্নাইয়ের বিরুদ্ধে গতকাল ঝড় তুলতে ব্যর্থ আন্দ্রে রাসেল। ক্যারিবিয়ান অলরাউন্ডারকে মাত্র 10 রানে সাজঘরে ফিরিয়ে দেন ইমরান তাহির। সেই প্রসঙ্গে তাহির বলেন, "রাসেল ঝোড়োভাবে ইনিংসটা শুরু করেছিল। আমি আরও কয়েকটি ডট বল করতে চেয়েছিলাম। কিংবা এক রান দিতে চেয়েছিলাম। আমি ওর বিরুদ্ধে বল করার চ্যালেঞ্জটা নিতে চেয়েছিলাম। দ্রুত আউট করার পরিকল্পনা ছিল আমার। সেই লক্ষ্যে সফল হয়েছি। দিনের শেষে সাফল্যের চেয়ে দল সফল হওয়ায় ভালো লাগছে।"

40 বছর বয়সি ক্রিকেটার বিশ্বকাপের পরে বুট তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। নতুনদের জন্য জায়গা করে দিতেই এই সিদ্ধান্ত নিতে চলেছেন। তবে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা তাঁকে চুক্তিতে না রাখায় অসন্তুষ্ট নন। ইমরান তাহির মনে করেন, IPL বিশ্বকাপের প্রস্তুতিতে সাহায্য করবে।

ABOUT THE AUTHOR

...view details