পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

আজ অনিশ্চিত রাসেল, জয়ের খোঁজে KKR - virat Kohli

পরপর তিন ম্যাচে হার। তার উপর চোটের জন্য অনিশ্চিত আন্দ্রে রাসেল। এই অবস্থায় আজ ইডেনে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে নামছে কলকাতা নাইট রাইডার্স।

দীনেশ কার্তিক

By

Published : Apr 19, 2019, 5:50 AM IST

কলকাতা, 19 এপ্রিল : আন্দ্রে রাসেলকে ঘিরে অনিশ্চয়তার জোরালো ঘূর্ণাবর্ত কলকাতা নাইট রাইডার্সের (KKR) আকাশে। ক্যারিবিয়ান অলরাউন্ডার কাঁধের চোটের কাবু। অবস্থা এতটাই গুরুতর যে গতকাল দলের প্র্যাকটিসে যোগ দেওয়ার বদলে এক্স-রে করতে তাঁকে দৌড়াতে হল। অধিনায়ক দীনেশ কার্তিক বলছেন, ক্যারিবিয়ান অলরাউন্ডারের জন্য তাঁরা শেষ পর্যন্ত অপেক্ষা করতে চান। পরিবর্ত হিসেবে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) কার্লোস ব্রেথওয়েটকে তৈরি রাখছেন কালিস ও কার্তিক জুটি। ক্যারিবিয়ান এই অলরাউন্ডারকে নেটে বাড়তি সময় ব্যাট করানো হয়েছে।

বিশ্বকাপের দল ঘোষিত। KKR অধিনায়ক বলছেন, বিশ্বকাপের দল নির্বাচন নিয়ে চিন্তা ছিল। যাঁরা নির্বাচনের দৌড়ে ছিলেন তাঁরা প্রত্যেকেই টেনশনে ছিলেন। তবে এখন শুধুমাত্র IPL-এ মনোসংযোগ করতে চান। KKR ব্যাটসম্যানরা দারুণভাবে শুরু করেও ছন্দ হারিয়েছেন। বিষয়টি মানছেন দীনেশ কার্তিক স্বয়ং। প্লে-অফে যেতে নাইটদের বাকি ছয়টি ম্যাচের মধ্যে অন্তত চারটে ম্যাচ জিততে হবে। বিষয়টি মাথায় রেখে KKR অধিনায়ক বলছেন, প্রতিটি ম্যাচ তাঁদের কাছে গুরুত্বপূর্ণ। প্রতিটি ম্যাচ ধরে এগোনোর পরিকল্পনার কথা বললেও আপাতত ভাবনায় শুধুই RCB ম্যাচ।

প্রতিপক্ষ দলে বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্সের মতো ক্রিকেটার। আপাতত ছন্দে না থাকলেও হালকাভাবে তাঁদের নেওয়ার মেজাজ নাইট সাজঘরে নেই। কারণ বিশ্বের সেরা দুই ব্যাটসম্যান নিজের দিনে যেকোনও দলকে হেলায় উড়িয়ে দিতে পারেন। তাই তাঁদের থামাতে নিজেদের শক্তিতে আস্থা রাখার কথা বলছেন দীনেশ কার্তিক।

ইডেনের মাঠ ও পিচ T20 ক্রিকেটের আদর্শ বলে প্রশংসা পেয়েছে। নাইট শিবিরও মাঠের প্রশংসা করছেন। পেসাররা ইডেনের উইকেট থেকে সাহায্য পাচ্ছে। কিন্তু KKR-র একাদশে পীযূষ চাওলা, কুলদীপ সিং, সুনীল নারিনের মতো স্পিনার রয়েছেন। যাঁরা ঘরের মাঠের পিচে সাহায্য পাচ্ছেন না। দীনেশ কার্তিক বলেন, দলের বোলিং শক্তির কথা মাথায় রাখলে স্পিনারদের জন্য উইকেট থেকে আরেকটু সাহায্য পেলে ভালো হত।

ABOUT THE AUTHOR

...view details