পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

সেরা ফর্মে রয়েছে রাসেল, ফিল্ডিং অনুসারে বল করতে হবে : স্টেইন

জীবনের সেরা ফর্মে রয়েছে রাসেল। ওর বিরুদ্ধে বল করাই বোলারদের চ্যালেঞ্জ। যেকোনও বলকে মাঠের বাইরে ফেলতে পারে। তাই ফিল্ডিং অনুসারে বোলিং করতে পারলে হয়তো থামানো যেতে পারে। বললেন দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন

By

Published : Apr 18, 2019, 8:04 AM IST

কলকাতা, 18 এপ্রিল : গ্যারি কার্স্টেনের ডাকে IPL-এ ফের দেখা যাবে ডেল স্টেইনকে। দক্ষিণ আফ্রিকার পেসার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) জার্সিতে চুক্তিবদ্ধ হলেও চলতি IPL-এ এখনও মাঠে নামেননি। সম্ভবত ইডেনের বাউন্সি উইকেটে প্রথম একাদশে নামার সুযোগ পাবেন।


বিরাট কোহলির ব্যাঙ্গালোর এই মরসুমে প্রত্যাশিত ছন্দ মেলে ধরতে ব্যর্থ। দলে বড় নাম থাকলেও পরাজয়ই যেন তাদের ভবিতব্য। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগে ধারাবাহিক ব্যর্থতা RCB-কে খাদের কিনারায় দাঁড় করিয়ে দিয়েছে। অলৌকিক কিছু না হলে প্লে অফে যাওয়ার সম্ভাবনা কার্যত নেই। গতকাল দুপুরে শহরে পা রাখলেও বিকেলের অনুশীলনে ডেল স্টেইন, মঈন আলি, পবন নেগি ছাড়া পরিচিত মুখ কার্যত নেই। অধিনায়ক বিরাট কোহলি ও তাঁর স্ত্রী অনুস্কা শর্মা দলের সঙ্গে শহরে এলেও মাঠে আসেননি।

IPL-এ মাঝপথে যোগ দিলেও কোনও অসুবিধা হবে না বলে বলছেন প্রোটিয়া পেসার ডেল স্টেইন। কারণ হিসেবে বলেন, এখানে আসার আগে বিগ ব্যাশে খেলেছেন। তবে ভারতে ক্রিকেট খেলা উপভোগ করেন। ভবিষ্যতেও IPL-এ খেলার ইচ্ছে রয়েছে তাঁর।

ইডেনের উইকেটে আন্দ্রে রাসেলকে থামাতে বিরাট কোহলির বলিরেখার সংখ্যা বাড়তে পারে। ক্যারিবিয়ান অলরাউন্ডার সম্পর্কে বলতে গিয়ে ডেল স্টেইন বলেন, “জীবনের সেরা ফর্মে রয়েছে রাসেল। ওর বিরুদ্ধে বল করাই বোলারদের চ্যালেঞ্জ। যেকোনও বলকে মাঠের বাইরে ফেলতে পারে। তাই ফিল্ডিং অনুসারে বোলিং করতে পারলে হয়তো থামানো যেতে পারে।”

RCB-র হয়ে খেলার ডাক পেয়েছেন মাঝপথে। দলের বোলিং লাইন আপে অভিজ্ঞ মুখ তিনি। কিন্তু ডেল স্টেইন বলছেন, এরকম পরিস্থিতি তাঁর কাছে নতুন নয়। এই দলে অনেক নতুন মুখ। দক্ষিণ আফ্রিকার হয়েও এই ধরনের পরিস্থিতিতে হাল ধরতে হয়েছে তাঁকে। এই পরিস্থিতিতে কোচের ভূমিকা গুরুত্বপূর্ণ। সহ খেলোয়াড়দের ভূমিকাও যথেষ্ট। কারণ সকলে মিলে চেষ্টা করলে ভালো কিছু সম্ভব।

চলতি IPL-এ কাগিসো রাবাডা দুরন্ত ছন্দে বল করছেন। স্বদেশীয় তরুণ পেসার সম্পর্কে উচ্ছ্বসিত তিনি। বলেন, শুধু IPL নয়, কাগিসো রাবাডা গত কয়েকবছর ধরেই ভালো বল করছেন। তবে এখনও অনেকটা পথ যেতে হবে শন পোলকদের ছেড়ে যাওয়া জুতোয় পা গলাতে আরও ধারাবাহিক হতে হবে। আসন্ন বিশ্বকাপে স্বাভাবিক ভাবে নিজের দেশকে ফেভারিট বলতে চান। তাঁর মতে, সংশ্লিষ্ট দলের নির্দিষ্ট দিনের পারফরম্যান্স অনেক ছবি বদলে দেয়। উদাহরণ হিসেবে অস্ট্রেলিয়ার সাম্প্রতিক পারফরম্যান্সের কথা বলেন।

দেশের মাটিতে খেলা বলে বিশ্বকাপে ইংল্যান্ড এগিয়ে থাকবে বলে মনে করেন। ২০ বছর আগে বিশ্বকাপে ফেভারিট হিসেবে শুরু করেও ছিটকে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তার সঙ্গে এবারের তুলনা চান না। কারণ ক্রিকেট বদলে গেছে।

বিশ্বকাপে নামার আগে বেশ কয়েকটি ম্যাচ রয়েছে। যেখানে নিজেদের ঝালিয়ে নিয়ে ইংল্যান্ডে পা দিতে চান। আপাতত শুক্রবারের ইডেনে রাসেল ঝড় সামলাতে তৈরি হতে চান ডেল স্টেইন।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details